কুঁজো মাছের সন্ধান
- নয়া দিগন্ত ডেস্ক
- ১০ জুলাই ২০২৪, ০০:০০
কুঁঁজো মাছের কথা কখনো শুনেছেন? কিন্তু আপনি না শুনলে কি হবে, এমনই এক মাছ ধরেছেন গবেষকরা। একটি জরিপের অংশ হিসেবে এই মাছটি খুঁজে পান তারা। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিওসি) সম্প্রতি মাছ নিয়ে জরিপের সময় ধরা পড়া অস্বাভাবিক এই মাছটির ছবি প্রকাশ করে। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গার মাছ। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে দেখে কুঁঁজো এক মাছ বলেই মনে হবে সবার। এসব তথ্য জানা যায় সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এফডব্লিওসির ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন ¯িপ্রংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গার মাছটি আবিষ্কার করেন তারা। এটার শরীরের মাঝখানের অংশে কুঁঁজের মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভি-র মতো। গবেষকরা জানান, এটি তাদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁঁজো বুল হাঙর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে। যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করছেন তারা। এই মাছটির ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের সমস্যা হয়েছে। ১০ দশমিক ৬ পাউন্ড ওজনের গার মাছটিকে অবশ্য আবার পানিতে ছেড়ে দেয়া হয়। তাদের ক্ষুরের মতো ধারালো দাঁত এবং বর্মসদৃশ আঁশ দেখে একে ভীতিকর দেখাতে পারে। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়। ইন্টারনেট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা