১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিক্ষার্থীদের ধৈর্য ধরতে অনুরোধ অ্যাটর্নি জেনারেলের

-

সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সোমবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গিয়েছে। এ মুহূর্তে আদালতের প্রতি ওনাদের (শিক্ষার্থীদের) আন্দোলনটা না করাই উচিত হবে বলে আমি মনে করি। ওনাদের বলব আদালতে যে বিষয়টা বিচারাধীন, সে বিষয়টা রাজপথে না আনা, কারণ এটা আদালতে তো আছেই, বিচারটা হচ্ছে হবে; সেই ক্ষেত্রে ওনাদের আমি একটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমি জানি না, আন্দোলনটা ওনারা কেন করছেন? আমি মনে করি আন্দোলনটা না করাই ভালো। তিনি আরো বলেন, আগামী বৃহস্পতিবার এ বিষয়টি আবার শুনানির জন্য আসবে। আমরা বুধবারও যদি পূর্ণাঙ্গ রায় পাই তাহলেও সিপি (নিয়মিত আপিল) করব।

গত ৪ জুলাই সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ‘নট টুডে’- বলে আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নট টুডে’ আদেশ দেন। তবে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন আপিল বিভাগ।
এদিন শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন চলমান কোটাবিরোধী আন্দোলনের কথা তুলে ধরলে প্রধান বিচারপতি রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে, সেভাবে থাকুক। রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত লিভ টু আপিল করেন, আমরা শুনব।
একপর্যায়ে আদালত বলেন, এত আন্দোলন কিসের, আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন?’ রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন? আন্দোলন হচ্ছে হোক।
তখন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘নো, নো’।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায় প্রকাশ না হলে তো লিভ টু আপিল করা যাবে না। রায় প্রকাশ হতে হতে তো অনেক দেরি। আপনারা (আপিল বিভাগ) যদি একটু বলে দিতেন, রায়টি যেন তাড়াতাড়ি প্রকাশ করা হয়।
তখন প্রধান বিচারপতি বলেন, ঠিক আছে, আমরা বলে দেবেন। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নট টুডে বলে আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আগে কোটা ছিল। ২০১৮ সালে কোটাপদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করা হয়। এটা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল