নানা-নাতনীসহ ৬ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
লক্ষ্মীপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নানা ও নাতি নিহত হয়েছেন। কক্সবাজারে আনন্দভ্রমণ থেকে ফেরার পথে নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী বন্ধু। এ ছাড়া বগুড়া ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন করে নিহত হয়েছেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মিম আক্তার (৪) ও তার নানা নছির মোল্লা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রল পাম্পের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ভোলা জেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম ও তার নানা নছির মোল্লা চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে শাহী বাসে ওঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনীকে নিয়ে বাস থেকে নেমে নছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিম নিহত হয়। তার নানা নছির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সদ্য এসএসসি পাস করে দুই বন্ধু একই সাথে এইচএসসিতে ভর্তি হয়। তারা দুই বন্ধুসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে বেড়াতে যায় কক্সবাজার। সেখান থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় একই সাথে নিহত হলো দুই বন্ধু। গতকাল সোমবার ভোর পৌনে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বন্ধু হলো- নোয়াখালী জেলার সুধারামপুর এজ বাড়িয়ার আব্দুর রবের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম (১৯) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে নাহিদ হাসান ইমন (১৯)। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা জানান, বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চেইন মাস্টার শাজাহান আলী (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ব্যক্তি খরনা ইউনিয়নের হরিণগাড়ী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর-রংপুর মহাসড়কের টেঙ্গামাগুর সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাজাহান আলী মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ইজিবাইকের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার হরপাড়ায় সাবেক মা মেডিক্যালের সামনের রাস্তা পারাপারের সময় শ্রীনগর চকবাজারগামী একটি ইজিবাইক জাহাঙ্গীর আলমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। জাহাঙ্গীর আলম হরপাড়ার আব্দুল কাদের খানের ছেলে।