কালিয়াকৈরে গ্লোব মেটাল কারখানায় ডাকাতি
- গাজীপুর প্রতিনিধি
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
গাজীপুরের কালিয়াকৈরে গ্লোব মেটাল কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে আটকিয়ে হাত-পা বেঁধে নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করেছে। ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে ও মারধরে কারখানার কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীসহ অন্তত আট জন আহত হয়েছেন। গত রোববার রাতে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সদস্য প্রতিষ্ঠান কালিয়াকৈর উপজেলার হরিতকিতলা এলাকাস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে।
গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন জানান, রোববার দিবাগত রাত ৯টার দিকে ৩৮-৪০ জনের সশস্ত্র একদল ডাকাত গ্লোব মেটাল কমপ্লেক্স লিমিটেড কারখানার পেছনের সীমানা প্রাচীর টপকে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কারখানার নিরাপত্তাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে বিভিন্ন কক্ষে আটক ও মারধোর করে। এ সময় বাধা দেয়ায় ডাকাতরা হুমায়ুন কবির নামের এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে। পুরো কারখানা ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং বিভিন্নস্থানে নিজেদের লোক প্রহরায় রাখে। পরে ডাকাতরা কারখানার অফিস ভবনে ঢুকে বিভিন্ন কক্ষ ও সিন্ধুকের তালা ভেঙে নগদ দুই লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা