শিশুর রক্তশূন্যতা
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
অ্যানিমিয়া বা রক্তশূন্যতা মানে রক্ত কমে যাওয়া নয়; বরং বয়স ও লিঙ্গভেদে রক্তের লোহিত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিন কাক্সিক্ষত পরিমাণের চেয়ে কমে যাওয়াকে অ্যানিমিয়া বলা হয়। রক্তশূন্যতায় আক্রান্ত হওয়া মানে শিশুর শরীরের অঙ্গগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনসমৃদ্ধ রক্ত পাচ্ছে না।
আমাদের দেশের শিশুরা বেশি ভুগে থাকে আয়রণের অভাবজনিত রক্তশূন্যতায়। এর প্রধান কারণ অপরিণতভাবে জন্ম নেওয়ালো বার্থওয়েট (জন্ম সময়ের ওজন ২৫০০ গ্রাম বা তার নিচে) দীর্ঘদিন ধরে শুধু বুকের দুধ চালিয়ে যাওয়া।
ছয় মাস বয়স থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার না খাওয়ানো এবং ক্রিমির সংক্রমণ।
শিশুর রক্তশূন্যতা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক কারণ অনুসন্ধানের জন্য রক্তের বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পাশাপাশি ক্ষেত্রবিশেষে ইলেকট্রোফোরেসিস, বোন ম্যারোসহ অনেক পরীক্ষা করানো লাগতে পারে। তবে আয়রণের অভাবজনিত রক্তশূন্যতায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রণ সেবন করাতে হবে। শিশু যাতে সবুজ শাকসবজি, কলিজা ও ফল খায়, সে অভ্যাস গড়ে তুলতে হবে, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু বুকের দুধ দিতে হবে, শিশুকে নিয়মিতভাবে কৃমির ওষুধ খাওয়াতে হবে। এ ছাড়া বাচ্চাদের পরিষ্কারপরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। ইন্টারনেট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা