ভুল লটারি থেকে পুরস্কার
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের লিঙ্কন শহরে লরি সেলার নামের এক নারী ভুল করে ছাপা হওয়া পাঁচটি লটারির টিকিট কিনে জিতে নিয়েছেন ২ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ১.৮ কোটি টাকা) পুরস্কার।
গত ২২ জুন লিঙ্কনের এন-এ কেসির দোকান থেকে পাঁচটি পিক-৫ লটারির টিকিট কিনেছিলেন লরি। টিকিটগুলোর নম্বর ছিল ০৪, ১১, ২২, ২৪, এবং ২৭। সেলার জানতেন না, এই টিকিটগুলো ভুল করে ছাপা হয়েছিল। কিন্তু সেই ভুলই যেন তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। ভুল টিকিট থেকেই তিনি জিতে নিয়েছেন পুরস্কার। পিক-৫ একটি বিশেষ ধরনের লটারি খেলা, যেখানে বিজেতারা ৫০ হাজার ডলার থেকে জ্যাকপট (পুরস্কার) পর্যন্ত জিততে পারেন।
বিজেতা লরি সেলার এবং তার স্বামী এই পুরস্কারের টাকা দিয়ে প্রথমে তাদের মেয়ের স্টুডেন্ট লোন শোধ করতে চান এবং বাকি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে চান। লরি সেলার এবং তার পরিবার এই অপ্রত্যাশিত জয়ে অত্যন্ত খুশি। ভুল লটারি টিকিট কিনেও যে ভাগ্য এভাবে বদলে যেতে পারে, তা হয়তো অনেকেই ভাবেননি। সেলারের এই অভিজ্ঞতা যেন আরো প্রমাণ করে, কখনো কখনো জীবনে ভুল কর্মকাণ্ড ও সৌভাগ্যের দুয়ার খুলে দিতে পারে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা