১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন স্থানে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত

-


দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ এতে অংশ নেন।
গাজীপুরে মানিক্য মাধবের রথযাত্রা-রথমেলা শুরু
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। রোববার রথযাত্রা ও রথমেলাা উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুর জেলা প্রশাসক ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপকমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সাকিব খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আব্দুল হাদী শামীম, রথযাত্রা ও মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুদিব কুমার চক্রবর্তী, মনিন্দ্র কুমার মণ্ডল, গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন কুমার সাহা প্রমুখ।

রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক জানান, গাজীপুরের ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথমেলাটি প্রায় দেড় শ’ বছরের পুরনো। যাদের হাতে এ মেলাটির গোড়াপত্তন হয়েছিল সেই ইতিহাসখ্যাত ভাওয়াল রাজবংশের বিলুপ্তি ঘটলেও মেলাটি আজও তার অতীত ঐতিহ্য ধারণ করে টিকে আছে। ভাওয়াল পরগণার রায় চৌধুরী বংশের অষ্টম পুরুষ রাজা কালি নারায়ণ রায় চৌধুরীর আমলে এ রথমেলার প্রচলন হয়। রথমেলার প্রধান উৎসব হয় দুই দিন। প্রথম দিন রথযাত্রা এবং পরবর্তীতে উল্টো রথযাত্রা বা পুনঃযাত্রা। রথযাত্রা ও পুনঃযাত্রার দিন হাজার হাজার সনাতন ধর্মপ্রাণ মানুষ রথ টানায় অংশ নেন। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে ধর্মীয় এ উৎসবের সমাপ্তি ঘটবে।
রথমেলা উপলক্ষে শহরের রথখোলায় ইতোমধ্যে রকমারি পণ্যের স্টল বসেছে। মেলায় সার্কাস, বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিস, তৈজসপত্র, বাঁশ-বেতের জিনিস, চুড়ি, খেলনা ইত্যাদি নানা রকমের পসরা বসেছে। মেলায় এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে দূর-দূরান্ত থেকে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে।

শ্রীমঙ্গলে রথযাত্রা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীর ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। রোববার বিকেলে শহরের হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া থেকে রথযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভক্তরা রথযাত্রায় অংশগ্রহণ করেন।
রথযাত্রা শুরুর আগে শহরের হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়ায় এক আলোচনাসভার আয়োজন করেন স্থানীয়রা। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করে রথযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা: হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও কৃষিমন্ত্রীর মেয়ে উম্মে ফারজানা ডায়নাসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার নেতৃবৃন্দ।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের একটি সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে ।
তিনি গতকাল রোববার বিকেলে ঢাকা ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রথ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব:) জীবন কানাই দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান খান (পিপিএম বার), উপজেলার নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, শ্রী শ্রী যশোমাধাব মন্দির পরিচালানা ও রথ কমিটির যুগ্ম সাধারণ নন্দ গোপাল সেন প্রমুখ।
রথযাত্রা উপলক্ষে ২০দিনব্যাপী মেলা বসবে। পৌরসভা সদর এলাকাজুড়ে বসে মেলা। এ মেলায় রয়েছে নাগর দোলা, সার্কাস, কুটিরশিল্প, কাঁসা-পিতল শিল্প, মৃৎশিল্প, ছোটদের খেলার সামগ্রী, শংকর , রসগোলা ও মতিপালের প্রসিদ্ধ মিষ্টি এবং বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে। আগামী ১৫ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে উল্টো রথ যাত্রা অনুষ্ঠান।

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি জানান, উৎসবমুখর পরিবেশে পার্বত্য জেলা বান্দরবানে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ রথ যাত্রায় বান্দরবানসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক হিন্দুধর্ম প্রাণ নরনারী অংশ নেয়। নানা সাজে সেজে তারা নেচে গেয়ে আনন্দঘন পরিবেশে রথ টেনে নিয়ে যায়। বিকেল ৩টায় বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় দুর্গামন্দির প্রাঙ্গণে বেলুন উড়িয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। এ সময় তার সাথে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল