১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সড়কে ব্যবসায়ীসহ ৮ জন নিহত

-

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে এক ব্যবসায়ী আছেন। রাজবাড়ী, সিদ্ধিরগঞ্জ, ঈশ্বরদী, কুলাউড়া, আগৈলঝাড়ায় ও মুন্সিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালি গরিয়ানায় চালবোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে ওই দুই ট্রাকের হেলপারের অবস্থা দেখে পালিয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার ও ট্রাকগুলো আটক করে যান চলাচল স্বাভাবিক করে। নিহত হেলপার কুষ্টিয়ার খাজানগরের আনছারের ছেলে লিটন (৩২) ও রাজশাহির চারঘাটের আজিজুরের ছেলে অভি (৩০)।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের একটি বাসের চাপায় নন্দলাল দাস (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মিজমিজি মতিন সড়ক বসুন্ধরা কয়েল কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রী নন্দলাল দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চড়লালপুর গ্রামের মৃত শুভাস চন্দ্র দাসের ছেলে। তিনি তার ব্যবসায়িক অংশীদার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার হাসান ইমামের বাড়ির ভাড়াটিয়া সেকান্দরের বাসায় গত সোমবার রাতে বেড়াতে আসেন। তারা যৌথভাবে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন।
ঈশ্বরদী সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে মাইক্রবাসের ধাক্কায় আসাদ আলী (৫২) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের শহরের রেনেসাঁ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালক ঈশ্বরদী পৌর এলাকার আবুল সরকারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শহরের রেনেসাঁ ক্লাবের সামনে একটি হাইস ও রিকশার সংঘর্ষে রিকশাচালক নিহত হয়েছেন।

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের গৌড়করন গ্রামের মুক্তাদির মিয়ার ছোট ছেলে রেজাউল ইসলাম সামাদ (২২) গত পাঁচ দিন আগে নিজ এলাকায় মোটরসাইকেল দুঘটনায় গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা পাড় হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় একজন নিহত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাসস্ট্যান্ডে রাস্তা পাড় হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ফুল্লশ্রী স্ট্যান্ডের ব্যবসায়ী ফুল্লশ্রী গ্রামের মরহুম ছবেদ আলী বেপারির ছেলে মো: হারুন বেপারি (৬০) রাস্তার পাশে ছিটকে পরে। স্থানীয়রা মো: হারুন বেপারিকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: সাবিনা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়া এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, লিপি বেগম (৩৫) ও তার ছয় মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় মাসের মেয়ে আলিছাকে নিয়ে মিশুকে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি মিশুককে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে মিশুক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল