আমার বাবাকে ইতিহাসের সবচেয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে : ডরিন
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ জুলাই ২০২৪, ০২:৩০
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড। একজন সংসদ সদস্যকে এমন নৃশংসভাবে হত্যা বিশ্বের ইতিহাসে প্রথম। হত্যার মূলপরিকল্পনারী, অর্থের জোগানদাতা, কিলার ও তথ্য গোপনকারীসহ সবার সর্বোচ্চ শাস্তি চান তিনি। এমন শাস্তি যা ইতিহাসে নতুন একটি নজির হয়ে থাকবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ডরিন বলেন, আমি বাবা হারিয়েছি, বাবাকে আর ফিরে পাবো না। অনেকে জেলে আছে, অনেকেই বাইরে আছে, তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর ফিরে আসবেন না। সব আসামির ফাঁসি হলেও বাবাকে আর ফিরে পাবো না। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড। হত্যার মূলপরিকল্পনারী, অর্থের জোগানদাতা, কিলার ও তথ্য গোপনকারীসহ সবার সর্বোচ্চ শাস্তি চাই। একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা বিশ্বের ইতিহাসে প্রথম।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি আমার সাথে আছেন। তিনি আমার একমাত্র অভিভাবক। তিনি আমাকে বলেছেন, তদন্ত তদন্তের মতো হবে। সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখি, আমার একমাত্র অভিভাবক, মমতাময়ী মা এ হত্যার বিচার করবেন। কারণ বাবা হারানোর কষ্ট তিনি আমার চেয়ে ভালো জানেন।
তিনি বলেন, কিলিং মিশনে থাকা সাতজন গ্রেফতার হয়েছেন। এখন পর্যন্ত আক্তারুজ্জামান শাহীন পলাতক রয়েছেন। তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দু’জন নেতার কথা শুনেছি তারা গ্রেফতার হয়েছেন।
এক প্রশ্নের জবাবে ডরিন বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল তো অবশ্যই আছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। তারা কেন গ্রেফতার হলো? মানববন্ধনে ডরিন বলেন, মূল কিলার শিমুল ভূঁইয়া ১৬৪ ধারায় জবানবন্দীতে আদালতকে সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাবুর কথা বলেছেন। এই গ্যাস বাবুও আদালতে গিয়ে মিন্টুর কথা বলেছেন। তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই গ্রেফতার হয়েছেন। কলকাতা সিআইডির ডাকে চাচাসহ তিনি শিগগিরই সেখানে যাচ্ছেন। সেখানে ডিএনএ টেস্টের জন্য স্প্যাম্পল দেবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা