বাউফলে ৪ সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গতকাল এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সরকারদলীয় নেতাকর্মীদের হামলা-মামলার ঘটনা নতুন কিছু নয়। যখনই সাংবাদিকরা সত্য কথা লিখে, সমাজের অনিয়ম তুলে ধরে তখনই তারা ক্ষমতাসীনদের হামলা-মামলার শিকার হোন। পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতার চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা এর ব্যতিক্রম নয়।
নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই এসব মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলা করবে। একইসাথে আমরা এই ন্যক্কারজনক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
জানা যায়, সংবাদ প্রকাশের জেরে গত বুধবার পটুয়াখালীর বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরিফুজ্জামান ওরফে রিয়াদ খান। মামলায় আসামিরা হলেন দৈনিক কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি জি এম মশিউর রহমান, বাউফল প্রতিদিন ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক মো: এনামুল হক, বেসরকারি টেলিভিশন সময় টিভির স্টাফ রিপোর্টার মো: মনির হোসেন ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো: ফিরোজ। আদালত বাউফল থানার ওসি শোণিত কুমার গায়েনকে মামলা তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। এর আগে পরকীয়ার জেরে এক গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগে মো: আরিফুজ্জামানের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা হয়। ২৬ জুন ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলাটি করেন। ওই মামলার সূত্র ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন এই যুবলীগ নেতা। বিজ্ঞপ্তি।