১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সড়কে প্রাণ গেল ৫ জনের

-

ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই, চট্টগ্রাম কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে একজন, নোয়াখালী সুবর্ণচরের এক জামায়াত নেতা ও ময়মনসিংহে বাসচাপায় একজন নিহত হয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহত দু’জনেই মোটরসাইকেলের আরোহী ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও একই উপজেলার ধলারচর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। বোয়ালমারী ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সহ¯্রাইল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালঞ্চ ক্লাসিক নামে একটি বাসের সাথে ভাটিয়াপাড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা আরেকজন আরোহী নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগরীর শুলকবহর এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোহাম্মদ রাশেদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মোটরসাইকেলটি পিছলে পড়লে পেছন থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ বন্দর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন জানিয়েছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে রাস্তা পিচ্ছিল থাকায় ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে আরোহী রাশেদ গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি বাসে উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এ সময় তৃতীয় লিঙ্গের (হিজড়া) একাধিক ব্যক্তি একই বাসে উঠতে চাইলে বাস হেলপার তাদের বাধা দেন। এতে, হুড়াহুড়ি লেগে গেলে নিজেকে সামলাতে না পেরে মহাসড়কের ওপর পড়ে যান ওই বৃদ্ধ। একই সময় বাসটি ছেড়ে দিলে তিনি ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো: হাফিজ উল্লাহ নোয়াখালী কোর্টে মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় চরজব্বর-সোনাপুর সড়কে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ইন্তেকাল করেন। এ দিকে সুবর্ণচর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো: হাফিজ উল্লাহর মৃত্যুতে নোয়াখালী জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন ও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জামান উল্যাহ মুকুল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।


আরো সংবাদ



premium cement
সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে : সাকি

সকল