নড়াইলে মধ্যরাতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- নড়াইল প্রতিনিধি
- ০২ জুলাই ২০২৪, ০১:৩৯
নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সারা দিন শুকর চরানোর পর তারা সবাই রাতে খোলা মাঠে বড় ছাতার নিচে ঘুমিয়েছিলেন। সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিনজনের লাশ ও আহত ব্যক্তিকে দেখতে পান।
বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন-যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল (৫৫), সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালী (৫০) ও মিলটন রায় (৪৮)। এ ছাড়া আহত হয়েছেন-কাশিয়াডাঙ্গা গ্রামের চিত্ত মণ্ডল। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, প্রায় ২৫ দিন আগে ওই চারজন বাড়ি থেকে শূকর চরাতে বের হন। বিভিন্ন এলাকা ঘুরে তিনদিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে আসেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
কলোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিনজনের লাশ দেখতে পান।
কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ বিশ^াস বলেন, হতাহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে।
নড়াইল জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার সুজল বকসী জানান, বজ্রপাতে আহত চিত্ত মণ্ডলের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি সুস্থ হয়ে উঠছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা