০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

১৫ বছর ধরে নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে সরকার : গোলাম পরওয়ার

-

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান জালিম সরকার গত ১৫ বছর ধরে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা কারণে বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে হয়রানি করা হচ্ছে। সরকারের গ্রেফতার আতঙ্কে বিরোধী দলের বহু নেতাকর্মী ঘরছাড়া। অনেকের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিনা ভোটের সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিরোধী মতের কণ্ঠ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না।
বান্দরবান জেলা শহর জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, গত ২৭ জুন পুলিশ বান্দরবান জেলা শহর জামায়াতের সাতজন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। সম্পূর্ণ বিনা কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদেরকে দুই দিন ও দুই রাত থানায় আটকে রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কোর্টে চালান দিয়েছে। কোর্ট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আমি সরকারের এই অন্যায় জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, জুলুম-নির্যাতন বন্ধ করে বান্দরবান জেলা শহরের সাতজন নেতাকর্মীসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মুজাহিদ-কাদের মোল্লার কবর জিয়ারত বুলবুলের : জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত করতে তাদের নিজ জেলা ফরিদপুরে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল। কবর জিয়ারত কালে তার সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য ফরিদুল হুদা, ফরিদপুর পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে এক প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম বুলবুল বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এ দেশের একজন সফল দায়িত্ববান ব্যক্তিত্ব। তিনি সাবলীল ভঙ্গিতে দায়িত্বের সর্বস্তরে ভূমিকা পালন করেছেন। একটি আন্দোলন, একটি সংগঠন, একটি ইতিহাস, একটি আপসহীন সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিজেই। এই ভূখণ্ডের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, জাতির উত্থান-পতন, প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একটি অকুতোভয় নাম। এ দেশের মানুষকে যুগ যুগ ধরে প্রেরণা দেয়ার জন্যই তারা আলোচনায় থাকবেন ইনশা আল্লাহ।
নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, আব্দুল কাদের মোল্লা প্রকৃতপক্ষে মানব সত্তাবান অসংখ্য মানবিক গুণাবলির সমন্বয়ে গঠিত এই রকম একজন রক্ত-মাংসের মানুষ ছিলেন। আব্দুল কাদের মোল্লা একটি নাম, একটি বিস্ময়কর প্রতিভা, একটি ইতিহাস, একজন কিংবদন্তি।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল