বিএনপি নেতা সাবেক এমপি নাদিম মোস্তফার ইন্তেকাল
- রাজশাহী ব্যুরো
- ০১ জুলাই ২০২৪, ০১:১৭
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা নাদিম মোস্তফাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করার পর থেকেই তিনি হার্টের অসুখসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল সকালে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২টার দিকে মারা যান তিনি।
মিজানুর রহমান মিনু আরো জানান, নাদিম মোস্তফাকে বহনকারী লাশবাহী গাড়ি ইতোমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছে। বাদ এশা রাজশাহীর পুঠিয়ায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ নিয়ে আসা হবে রাজশাহী নগরীতে। আজ সোমবার সকালে রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ দিকে সাবেক এমপি নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান গণমাধ্যমকে জানান, তিনি হৃদরোগ, উচ্চ ডায়াবেটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নাদিম মোস্তফা রাজধানী ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর নাশতা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে নাদিম মোস্তফা দুইবার এমপি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এ ছাড়া এর আগে তিনি বিএনপির বিশেষ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
নয়া পল্টনে জানাজা
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান। পরে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাদিম মোস্তফার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নাদিম মোস্তফার জানাজায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা সরাফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, আমিরুল ইসলাম খান আলীম, তাইফুল ইসলাম টিপু, আমিনুল হক, রফিকুল আলম মজনু, কামরুজ্জামান রতন, আবদুল মোনায়েম মুন্না, আবু বক্কর সিদ্দিক, মাইনুল ইসলাম প্রমুখ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।
রাবি জিয়া পরিষদের শোক
রাজশাহী ব্যুরো জানায়, অ্যাডভোকেট নাদিম মোস্তফার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম এই শোক ও সমবেদনা জানান।
বিবৃৃতিতে বলা হয়েছে, এ বিশিষ্টজনের মৃত্যুতে জাতি একজন অকুতোভয় দেশপ্রেমিককে হারাল। যিনি আদর্শের প্রতি অবিচল থেকে আমৃত্যু জাতিকে সেবা দিয়ে গেছেন। এ দেশের রাজনীতি এবং ছাত্ররাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। এই রাজনীতিবিদের মৃৃত্যুতে রাজননৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা