১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

চার জেলায় দুই ছাত্রসহ নিহত ৪

ভালুকায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস : নয়া দিগন্ত -

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল চার জেলায় দুই ছাত্রসহ চারজন নিহত হয়েছে।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, দ্বীপ উপজেলা হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ আল-আমিন নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে জাহাজমারা মোক্তারিয়া সড়কে আসাদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল-আমিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মেম্বার বাড়ির মো: ফারুকের ছেলে। সে জাহাজমারা মারকাজুল উলুম ওয়াদ্যাওয়া কাউমি মাদরাসা ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সাথে গতকাল প্রথম মাদরাসায় যায় আবদুল্লাহ আল আমিন। তাকে রেখে তার বাবা বাড়িতে চলে যায়। ক্লাস চলার ফাঁকে বিরতি দিলে সে পানি পান করতে বাইরে যায়। পানি পান শেষে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি বাট্যারি চালিত অটোরিকশা আল আমিনকে ধাক্কা দেয়। সে গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আবদুল মজিদ নামে তার এক বন্ধু আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার খাসকররা বাজারের সামনে আলমডাঙ্গা-সরোজগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম মুন্না হোসেন (১৬)। সে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা এলাকার পাট ব্যবসায়ী নাসির উদ্দিনের ছেলে। মুন্না স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না তার বন্ধু আবদুল মজিদের সাথে মোটরসাইকেলে খাসকররা বাজার এলাকায় যাচ্ছিল। তারা বাজার সন্নিকটে পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মজিদ ছিটকে পড়ে পুকুরে আর মুন্না মোটরসাইকেল থেকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া করলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ট্রাক্টরটি আটক করে হেফাজতে নেন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এনা পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায়। নিহত চালকের নাম স্বপন হোসেন (৫৫)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাংঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকার সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায় বালুবোঝাই নাম্বারবিহীন মিসকাত পরিবহনের একটি ট্রাকের চালক ইউটার্ন নিচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৯২৪২) বেপরোয়াগতিতে ঢাকার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটির মাঝ বরাবর লাগিয়ে দেয়। এতে এনা বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ১৫ বাসযাত্রী আহত হন। আহত যাত্রীদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিহত চালককে বালুর নিচ থেকে উদ্ধার করেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার বেলা ৩টায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক নিহত বাইক আরোহীর পরিচয় শনাক্ত করা যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, কয়েকজন পথচারী থানায় ফোন করে জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। পণ্যবাহী এবটি ট্রাক চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে বাইক আরোহী। পরে ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বাসস জানায়, নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। ভোর ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের মো: রাশেদ শেখের ছেলে।
পুলিশ জানায়, ভ্যানচালক সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফেরার পথে ঘটনাস্থলে এলে পেছন থেকে ট্রাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

সকল