১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শান্তি সম্মেলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা করছে কাদিয়ানিরা : খতমে নবুওয়ত

-

রাজধানীর খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, বৃটিশ বেনিয়াদের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে সম্প্রদায়ের জন্ম, উত্থান এবং বিকাশ, সেই তথাকথিত আহমাদিয়া সম্প্রদায় রাজধানী ঢাকার বুকে শান্তি সম্মেলনের নামে অরাজকতা সৃষ্টির যে অপচেষ্টায় নেমেছে, তা কোনোভাবেই বরদাশত করার মতো নয়। তারা শান্তি সম্মেলনের নামে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। তাদের শান্তি সম্মেলনে যেসব বক্তব্য এসেছে, তা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। তিনি আগামী জুমায় দেশের সব মসজিদে কাদিয়ানী সম্প্রদায়ের মুখোশ উন্মোচন করে জাতিকে তাদের ফেৎনার ব্যাপারে সজাগ করার জন্য ইমাম খতীবদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা এনামুল হক মুসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা সুলতান আহমাদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement