০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩

-

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানার সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শাফিন (২১) ও তার ছ্টো ভাই রাফির (১৬) মৃত্যু হয়। এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খিলক্ষেত ও বিশ্বরোডের মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে যায়। এতে আলফাজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
জানা যায়, শাফিন ও রাফি মোটরসাইকেলে করে ইসিবি চত্বর থেকে কালশী যাচ্ছিল। পথে সুমাত্রা ফিলিং স্টেশনে পৌঁছলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই ভাই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে। সেখানে তাদের অবস্থার আরো অবনতি হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ৩টার দিকে শাফিন মারা যায়। শুক্রবার সকালে মারা যায় রাফি।

এই দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহতদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শাফিন ও রাফির চাচা মনির হোসেন জানান, তাদের বাসা মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। রাতে শাফিন ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেলে তেল আনতে কালশী যাচ্ছিল। তখন তারা দুর্ঘটনায় পড়ে। তাদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাদের মা জর্ডান প্রবাসী। শাফিন ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়িচালক ছিল।
এ দিকে নিহত আলফাজের ভাই মাহফুজ হোসেন বলেন, তার ভাই একটি কোম্পানিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। গত রাতে দুর্ঘটনার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে সেখানে ছুটে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আলফাজের বাবার নাম আবদুল বারেক। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দাছিয়া গ্রামে।


আরো সংবাদ



premium cement
দূষিত শহরের তালিকার আবারো শীর্ষে ঢাকা ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা

সকল