১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নরসিংদী ও লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

-

নিরসিংদীর মনোহরদী এবং লালমনিরহাটের কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে এবং এক প্রভাষকসহ তিনজন মারা গেছেন।
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ওয়াহিদা খাতুন (৫৭) ও ছেলে ফারুক হোসেন (৩৬) মৃত্যুবরণ করেছে।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আবদুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তার ছেলে ফারুক হোসেন (৩৬)। ওয়াহিদা খাতুন পেশায় গৃহিণী হলেও ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী।
জানা যায়, গতকাল শুক্রবার বেলা ২টার দিকে স্থানীয় বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে এসে গোসল করেন ফারুক। গোসল শেষে উঠানে টাঙানো জিআই তারে লুঙ্গি শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় উঠানে কাজ করতে থাকা মা ওয়াহিদা ঘটনা দেখে ফারুককে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দু’জনেই মারা যান। পরে প্রতিবেশীরা দু’জনের লাশ উদ্ধার করেন।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের কালিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে সামছুল হক (৩৫) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
সামছুল হকের পরিবার ও স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠানে বাঁশের টুকরা সরানোর সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া লাইন সামছুল হকের শরীরে ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।

 


আরো সংবাদ



premium cement
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত শেখ হাসিনা চেয়েছিলেন একক কর্তৃত্ব কায়েম করতে : গোলাম পরওয়ার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর

সকল