দেশের অখণ্ডতা রক্ষার আন্দোলনে মাঠে থাকবে জামায়াত : গোলাম পরওয়ার
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের জাতিসত্তা ও অখণ্ডতা রক্ষা, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও মুসলিম উম্মার যেকোনো ইস্যুতে মাঠে ছিল এবং থাকবে।
ময়মনসিংহ মহানগর জামায়াত আয়োজিত থানা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আল-হেলাল তালুকদার, কর্মপরিষদ সদস্য মহসিন খান, হায়দার করিম, আজিজুর রহমান, খন্দকার আবু হানিফ ও আবদুল বারী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জামায়াতের দায়িত্বশীলদের নিজেদের সচেতন হতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সাংগঠনিক দায়িত্ব যশ-খ্যাতি অহঙ্কারের জন্য না এটা একটা জিম্মাদারি, আমানত ও জবাবদিহিতার জায়গা। আল্লাহ তা’য়ালার কাছে মা, মাগফিরাত ও সন্তুষ্টির উসিলা। তিনি দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
ঢাকা মহানগরী উত্তর : নতুন প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ইসলামী অনুশাসন মেনে চলতে যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দীন।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগ আয়োজিত আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ডা: ফখরুদ্দীন মানিকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আতিক হাসান রায়হানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত। আরো বক্তৃতা করেন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, যুব বিভাগ কাফরুল পশ্চিম থানা পরিচালক আমিনুর রহমান আমান, কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাহবুবুল ইসলাম ও ছাত্রশিবির কাফরুল থানা সভাপতি ইরফানুল হক নবীন প্রমুখ।
ছাত্রনেতৃবৃন্দকে দ্বীন কায়েমের আন্দোলনে ভূমিকা পালন করতে হবে : শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্যদের জামায়াতে যোগদান ও বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। যোগদান ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে ছাত্র নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনূস, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: মোরশেদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, কুরআনের আলোকে সার্বিক জীবন গঠন ও রাষ্ট্র-সমাজসহ সর্বক্ষেত্রে কুরআনি জীবনব্যবস্থা কায়েম করার জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রায় তরুণ প্রজন্মকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বাতিলের রক্ত চুকে ভয় না পেয়ে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল করে যুগোপযোগী কর্মপন্থা নিয়ে ময়দানে দৃঢ়তা ও সাহসিকতার সাথে নেতৃত্ব দেয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা