১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সংসদকে সেতুমন্ত্রী

১ হাজার ৪৭২ কোটি টাকা টোল এসেছে ৩ সেতু থেকে

-

গত এক বছরে অর্থাৎ জুলাই-২৩ থেকে জুন-২৪ পর্যন্ত দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট এক হাজার ৪৭২ কোটি পাঁচ লাখ টাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু থেকে টোল আদায় করা হয়। সেতু তিনটি হলো- যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু ও পদ্মা সেতু।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো: মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের ১ জুলাই ২০২৩ থেকে ১৯ জুন ২০২৪ পর্যন্ত ওই সেতুগুলো থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো- পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা ও মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।
কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিভিন্ন জোনের মধ্যে ঢাকা জোনে ৭৩৫.৪ কিলোমিটার, ময়মনসিংহ জোনে ৭৭৭.৭৩ কিলোমিটার, সিলেট জোনে ৪৪৪.৮৮ কিলোমিটার, কুমিল্লা জোনে ৬৩৬.৮৮ কিলোমিটার, চট্টগ্রাম জোনে ৫৭২.৩৩ কিলোমিটার, রাজশাহী জোনে ৫৭৯.০৬ কিলোমিটার, রংপুর জোনে ৮০৩.০৬ কিলোমিটার, খুলনা জোনে ৮২৫.২৯ কিলোমিটার, বরিশাল জোনে ৪১৭.৭০ কিলোমিটার এবং গোপালগঞ্জ জোনে ৪৩৬.৬৯ কিলোমিটার মহাসড়ক রয়েছে।
তিনি জানান, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন টোল আদায়কৃত মহাসড়কের সংখ্যা চারটি। ওই চারটি মহাসড়ক থেকে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে টোল আদায় করা হয়েছে এপ্রিল পর্যন্ত ১৮৪ কোটি ৩৭ লাখ টাকা। যার মধ্যে, চট্টগ্রাম পোর্ট একসেস রোড (এন-১১১) ১১ কিলোমিটার রোড থেকে দুই কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা, নাটোরের হার্টিকামরুল-বনপাড়া নতুন সড়ক (এন-০৭) ৫১ কিলোমিটার সড়ক থেকে ১১ কোটি ৪৫ হাজার টাকা, হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক (রুস্তমপুর টোল প্লাজা) (এন-২) ৮২ কিলোমিটার সড়ক থেকে ১৫ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা, মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (ধলেশ্বরী অংশ) ও (ভাঙ্গার অংশ) (এন-৮) ৫৫ কিলোমিটার সড়ক থেকে ১৫৫ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা।


আরো সংবাদ



premium cement