ভোটাধিকার না থাকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
জনগণের ভোটাধিকার না থাকার কারণেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মন্তব্য করে বিশিষ্টজনেরা বলেছেন, মাছ আর পানির যে সম্পর্ক গণতন্ত্র আর মানবাধিকারের মধ্যে সম্পর্ক ততটাই নিবিড়। তারা বলেন, দেশে বর্তমানে মানুষের বাক স্বাধীনতা নেই, সভা-সমাবেশ করা বা রাজনীতি করার অধিকার নেই। সাংবাদিকরা ভয়ে ক্ষমতাশালীদের অপকর্মের কথা লিখতে পারছে না।
গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে অহরহ যার কোনো জবাবদিহিতা নেই মন্তব্য করে তারা বলেন, জনগণের পরিবর্তে আমলা, পুলিশসহ বন্দুকধারীরা হয়ে গেছে ক্ষমতার নিয়ামক শক্তি। এ কারণেই বেনজীর, আজিজ, মতিউররা লাগামহীন দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। জনগণ রাষ্ট্রসৃষ্ট এক ভয়াবহ, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত ১০ম মানবাধিকার সম্মেলনে গতকাল তারা এসব কথা বলেন।
ঢাকাস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে দিনব্যাপী এই মানবাধিকার সম্মেলনে প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে দেশের বর্তমান মানবাধিকার অবস্থা ও মানবাধিকার কর্মীদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরা হয়। পাশাপাশি কয়েকজন মানবাধিকার কর্মী নিজেদের কাজের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা