১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গফরগাঁও ভুরুঙ্গামারী ভাঙ্গা ও নালিতাবাড়ীতে ৪ জনের লাশ উদ্ধার

-

ময়মনসিংহের গফরগাঁও, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফরিদপুরের ভাঙ্গা এবং শেরপুরের নালিতাবাড়ী থেকে কিশোর, যুবক, নারী ও বৃদ্ধসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নালিতাবাড়ী থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর ভেসে উঠেছে স্কুল শিক্ষার্থীর লাশ। গত গত মঙ্গলবার বেলা ১১টার উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের পাশে শীলা নদীতে অন্যদের সাথে ফুটবল খেলে গোসল করতে নেমে ওমর ফারুক হোসেন (৭) নিখোঁজ হয়।
জানা যায়, গত মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ করেও ওমর ফারুক হোসেনকে খুঁজে পায়নি। এরপর তার স্বজনরা নৌকা নিয়ে আশপাশের প্রায় এক/দেড় কিলোমিটার এলাকায় টহল অব্যাহত রাখে।
গতকাল বুধবার সকাল ৮টার দিকে গোসল করতে নামা স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সান্দিয়াইন মাস্টার বাড়ির ঘাটে ওমর ফারুক হোসেনের লাশ ভেসে উঠে। খবর পেয়ে তার স্বজনরা ওই ঘাট এলাকা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাবিবুর রহমান মণ্ডল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ঝুকিয়া-দলবাড়ি বিল নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাবিবুর উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে হাবিবুরকে ঝুঁকিয়া-দলবাড়ি বিল এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানিয়েছে বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে হাবিবুর ভোরে বাড়ি থেকে বের হয়ে যায়।
ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চতলবিলে অজ্ঞাতনামা একজন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের মাথা ও পায়ের কঙ্কাল পচে বেরিয়ে গেছে। বেশ কিছু দিন যাবত লাশটি সেখানে ফেলে রাখা ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৯ কিলোমিটার বিস্তৃত চতল বিলটি দুর্গম হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ কম। বর্ষায় সেখানে নিচু জমিতে পানিতে ডুবে যাচ্ছে। সকালে একজন গ্রামবাসী সেই পানিতে জাল পাততে এসে লাশটি দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন।
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম রাজনগর খানারাপারা জামে মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার ভোরে পশ্চিম রাজনগর খানারপাডা জামে মসজিদের মোয়াজ্জিন রহিচ উদ্দিন ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের বারান্দায় অজ্ঞাতনামা একজনকে (পাগল/ভিুক) মসজিদের বারান্দায় বসে থাকতে দেখেন। নামাজ শেষে মুয়াজ্জিন মসজিদের পাশেই তিনানী বাজারে যান। বাজার থেকে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পান, অজ্ঞাতনামা লোকটি মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় শুয়ে আছে। স্থানীয় ইউপি মেম্বার আকাবর হোসেনকে সংবাদ দিলে তিনি ও আশপাশের লোকজন এসে দেখতে পায় অজ্ঞাতনামা লোকটি মৃত্যুবরণ করেছেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে নালিতাবাড়ীতে নিয়ে আশে।

 


আরো সংবাদ



premium cement