১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুর ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে ৫ লাশ উদ্ধার

-


রংপুরের একটি মরিচক্ষেত থেকে মোহাম্মদ আলী নামে ঝলসানো এক কিশোর অটোচালক এবং ঝিনাইদহের কোটচাঁদপুর তেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আরো ৩ জেলায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রংপুর অফিস জানায়, রংপুরেরে একটি বিলে মরিচক্ষেত থেকে উদ্ধার অটোচালক মোহাম্মদ আলীর ঝলসানো লাশ উদ্ধারের ঘটনায় বাদি খালু মোক্তার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বাদির মেয়ের সাথে সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানায় র‌্যাব। গত সোমবার রাতে র‌্যাব-১৩-রংপুর সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাবের উপ অধিনায়ক মেজর এইচ এম ওমর ফারুক।

তিনি জানান, গত শনিবার সকালে রংপুর সদর উপজেলার কাটাবাড়ি জমিদারপাড়া বিলের আকমল হোসেনের মরিচক্ষেত থেকে মুখসহ শরীর ঝলসানো অবস্থায় মোহাম্মদ আলীর (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার খালু মোক্তার হোসেন (৩৯) বাদি হয়ে হত্যা মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।
র‌্যাব-কর্মকর্তা ফারুক জানান, তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তথ্য প্রযুক্তির সহযোগিতায় দেখা যায় বাদি মোক্তার হোসেন নিজ মেয়ের সাথে অটো চালক মোহাম্মদ আলীর প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি। পরিকল্পনা করেন তাকে হত্যার। এরই অংশ হিসেবে রেদোয়ান আহমেদ (২১) নামের অপর অটো চালককে দিয়ে গত ২১ জুন রাতে রিজার্ভ অটো ভাড়ার কথা বলে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সামন থেকে ঘটনাস্থলে মোহাম্মদ আলীকে নিয়ে যায়। সেখানে প্রথমে খালু মোক্তার হোসেন তার মাথায় প্রথম রড দিয়ে আঘাত করলে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যরা মিলে তার মৃত্যু নিশ্চিত করে। পরে মুখ, গোপনাঙ্গসহ সারা শরীর এসিড দিয়ে ঝলসিয়ে লাশ বিলের মরিচক্ষেতে ফেলে দিয়ে চলে যায়। ২৩ জুন সেখানে লাশ উদ্ধারের পর সুচতুর মোক্তার হোসেন নিজেই বাদি হয়ে মামলা দায়ের করে।
র‌্যাব-কর্মকর্তা আরো ফারুক জানান, ঘটনায় মোক্তার হোসেন (৩৯), রেদোয়ান আহমেদ (২১) ও ইসলাম মিয়াকে (২৪) গ্রেফতার এবং অটোর চারটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যার কথা স্বীকার এবং কিভাবে হত্যা করা হয় তার বর্ণনা দিয়েছেন। এসিড দিয়ে মুখ ঝলসে দেয়ার কারণ হিসেবে হত্যাকারীরা র‌্যাবকে বলেছে যাতে কেউ শনাক্ত করতে না পারে। হত্যাকারীরা তার অটোটি অন্য লোকের নিকট বিক্রি করে দেয়।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল সকালে বলুহর ডাকাত তলা ব্রিজের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তক বিহীন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সের ওই যুবকের মস্তক বিহীন ও এক হাত বিচ্ছিন্ন লাশটি রাতের কোনো ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বিচ্ছিন্ন মাথা ও হাত আশপাশে পাওয়া যায়নি।
স্থানীয় মাঠের কৃষকরা জানান, সকালে বলুহর ডাকাত তলা ব্রিজের রেল লাইনের পাশে ওই মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে লোকজন কোটচাঁদপুর থানা পুলিশকে খবর দেয়। পরে যশোর (জিআরপি) রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কেউ রেললাইনে এনে ওই যুবককে হত্যার পর ট্রেনের নিচে ফেলে দিতে পারে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সৈয়দ আল মামুন জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে বলুহর গ্রামের ডাকাত তলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নং পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তার নাম ও ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদ আকন্দ (৪৫) নামে এক স্কুলশিক্ষকের গলায় ফাঁসি অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে গবরীকুড়া একে উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ের গবরীকুড়া গ্রামে নিজ গোয়াল ঘরে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
জানা গেছে, শিক্ষক মাসুদ আকন্দ ঘটনার রাতে গভীর রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেছেন। পর সে ঘুমিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে শেষ রাতে কোনো এক সময় সে নিজ গোয়ালঘরের আড়ের সাথে রশি বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে তার স্ত্রী গোয়ালঘর থেকে গরু বের করেেত গিয়ে দেখে তার স্বামী গলায় ফাঁসি লাগিয়ে ঝুলছে। পরে তার ডাক-চিৎকারে বাড়ির আশপাশের লোকজন আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে নিখোঁজের চার দিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় সেদিন রাতেই পলাশ থানায় জিডি করে তার পরিবার। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-১১ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো- কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা শেখ (৩৯) ও ছেলে বিল্লাল শেখ (২০)। তারা সবাই মেহেদী হাসানের বাড়ির ভাড়াটিয়া।

নরসিংদী র‌্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক নিশাত তাবাসসুম জানান, নিহত মাইশা আক্তার নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ের জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। গত ২১ জুন শুক্রবার থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই তার পরিবার পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ডায়েরির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব সদস্যরা অনুসন্ধান চালিয়ে মেহেদী হাসানের বাড়ির শৌচাগারের সেফটি ট্যাংক থেকে শিশু মাইশার লাশ উদ্ধার করে।
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীগরে শ্বশুরবাড়ি থেকে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তিন সন্তানের জনক ছায়াদ আহমদের (৪৫) গলা ও পেটকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মতিন মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত ছায়েদের স্ত্রী শাহানাজ আক্তার পলিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছায়েদ গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর গ্রামের মৃত আব্দুল ছত্তারের মেম্বারের ছেলে। ছায়াদের সন্তান ও শাশুড়ির দাবি গভীর রাতে ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করার পর নিজেই নিজের গলা ও পেট কেটে আত্মহত্যা করেছে। কিন্তু নিজেই নিজের পেট কেটে নাড়িভুঁড়ি বেড়িয়ে যাওয়ার পর গলা কাটা অথবা গলা কাটার পর পেট কেটে কিভাবে আত্মহত্যা করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।


আরো সংবাদ



premium cement