জাপা নেতাসহ ৬ জেলায় নিহত ৭
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৬ জুন ২০২৪, ০১:৪৫
সড়ক দুর্ঘটনায় জামালপুরে জাতীয় পার্টির একজন নেতাসহ রংপুর, চট্টগ্রাম, পাবনা, দিনাজপুর ও ময়মনসিংহ জেলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী তরুণী রয়েছেন।
রংপুর অফিস জানায়, রংপুরের পীরগঞ্জে বালুভর্তি মাহিন্দ্রার ধাক্কায় ভ্যান আরোহী এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার টুকুরিয়া ইউনিয়নে গোপিনাথপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বিছানা গ্রামের ফাতেমা (৭৫) ও ছাতুয়া গ্রামের ভ্যানচালক আব্দুর রহমান (৫৫)। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বিকেলে বালুভর্তি ওই মাহিন্দ্রা গাড়িটি ঘটনাস্থলে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ ওই নারী মারা যান। আহত তিনজনকে গুরুতর অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় আহত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হযরত আলী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার সদরের দেওয়ানগঞ্জ ইউনিয়নের মধ্য গামারিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। গত ১৭ জুন ঈদের দিন হযরত আলী নিজ বাড়ি থেকে বের হয়ে খড়মা নতুন বাজার মুখে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চন্দ্রঘোনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ ইমন (১৯)। এ ঘটনায় নুর আলম বাছা ড্রাইভার ও মোহাম্মদ সাকিব নামের দুইজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাইখালী কারিগরপাড়া-ভালুকিয়া সড়কের কারিগর পাড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে কারিগর পাড়া বাজার আসার পথে জ্বালানি কাঠ বোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে শ্রমিক ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় চালক ও আরেক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রঘোনা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবিগ্রাম উচ্চবিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ: সাত্তার। আটঘরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিল। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে কোচের ধাক্কায় বিউটি বেগম (২৩) নামে এক নারী নিহত ও তাঁর আড়াই বছরের শিশু ছেলে রায়হান আলী এবং ব্যাটারি চালিত রিকশাভ্যানের চালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে ঘটে।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের দায়িত্বরত এস আই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কোচটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় হিকমা খাতুন (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। তিনি উপজেলা মেদুয়ারী গ্রামের মুখছেদুর রহমান ওরফে মুচকের মেয়ে। গত সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় ময়মনসিংহগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, লাশ নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা