০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
আতঙ্ক দূর করতে সরকারের প্রতি আহ্বান

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এখন শান্ত

-

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এখন অনেকটা শান্ত। মিয়ানমার জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির দীর্ঘদিন ধরে চলছে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি ও বিমান হামলা। চলমান সঙ্ঘাতের জেরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম হারাম হয়ে গিয়েছিল সীমান্ত এলাকার বাসিন্দাদের। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বেশ কিছু দিন ধরে গোলাগুলির শব্দ শোনা না গেলেও গত ২২ জুন থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে থেমে থেমে মর্টার শেল, বোমা ও বিমান হামলায় প্রকম্পিত হয়েছে সীমান্তবর্তী এলাকাসহ স্থানীয়দের ঘরবাড়ি। তবে গত দুই দিন ধরে ওপার থেকে ভেসে আসছে না বিস্ফোরণের শব্দ। এই দুই দিন শান্তিতে ঘুমাতে পেরেছে সীমান্ত এলাকার মানুষ।
জানা যায়, নুরুল্লাপাড়া, হাইরপাড়া, মুন্নীপাড়া, ফাতনজাপাড়া, ফেরানপ্রু, সিকদারপাড়া, হাঁড়িপাড়া, হেতিল্লাপাড়াসহ আরো কয়েকটি গ্রামে আরাকান আর্মি অবস্থান নিয়েছে। এ গ্রামগুলোতে জান্তা এবং আরাকান আর্মির মধ্যে গত কয়েক দিনে ব্যাপকহারে সংঘর্ষ চললেও এখন থেমে গেছে। কয়েক দিন বন্ধ থাকার পর হয়তো ফের বেজে উঠবে যুদ্ধের দামামা।

১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সোলতান আহমেদ বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে মগবাগি (সন্ত্রাসী সংগঠন) আরাকান আর্মির চলমান সংঘর্ষে অনেক রোহিঙ্গা হতাহতের পাশাপাশি গ্রাম ছেড়ে পালিয়েছে। মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারাও চরম আতঙ্কে ও অনিশ্চয়তায় দিনাতিপাত করছে।
টেকনাফ সীমান্তে বসবাসরত ইমাম শরীফ বলেন, সীমান্ত পরিস্থিতি আজকাল একটু ভালো বা শান্ত মনে হলেও আবার কখন যে ফের উত্তেজনা ছড়াবে না তা বলা মুশকিল। তবে গত দুই দিন আগেও টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, কায়ুকখালীপাড়া, জালিয়াপাড়া, কুলারপাড়া, খাংগার ডেইল, চকবাজার, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাং মগপাড়া, আচারবনিয়া, ডেগিল্ল্যা বিল, নয়াপাড়া, শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, উত্তরপাড়া, মিস্ত্রিপাড়া এলাকার লোকজন শুনতে পেয়েছে মিয়ানমারের ওপার থেকে আসা মর্টার শেল, ভারী গোলা ও বোমার শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের ফলে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে স্বাভাবিক রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ ও জরুরি প্রয়োজনে বিকল্প রুটে সীমিত পরিসরে চলছে নৌযান। নাফ নদী দিয়ে সেন্টমার্টিন যাত্রার সময় নৌযান চলাচল বন্ধ থাকায় স্বাভাবিক পরিস্থিতির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে সেন্টমার্টিনের মানুষের মনের আতঙ্ক দূর করতে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এমপি। সোমবার (২৪ জুন) রাতে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সীমান্ত রক্ষীবাহিনী তথা বিজিবি, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় সামরিক কর্তৃপক্ষকে আরো জোরদার করতে হবে মানুষের মনের আতঙ্কটি দূর করার জন্য। সমগ্র বিশ্ব এবং সমগ্র জাতি সেন্টমার্টিনের দিকে তাকিয়ে আছে। আশা করি এ সংসদে এ বিষয়ে কেউ না কেউ কিছু বলবেন এবং সেন্টমার্টিনের মানুষের মনের আতঙ্ক দূর করবেন।

 


আরো সংবাদ



premium cement
মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী

সকল