খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত
- খুলনা ব্যুরো
- ২৬ জুন ২০২৪, ০১:৪৪
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ হোসেন (৪০) নামে সাবেক ইউপি মেম্বর নিহত হয়েছেন। সোমবার মধ্য রাতে নগরীর ফুলবাড়ি গেট এলাকার কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। আরিফ দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ১২টার দিকে আরিফ তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত একটি কালো রঙের মোটরসাইকেলে এসে আরিফের বাম কানের পাশে মাথায়, বুকের বাম পাশে ও বাম বোগলের নিচে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা