১০ মাসে ১৩ কোটি ডলার নিয়ে গেছে বিদেশীরা
সংসদকে অর্থমন্ত্রীর তথ্য- বিশেষ সংবাদদাতা
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা ১০ মাসে তাদের আয় থেকে ১৩ কোটি ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত অর্থাৎ চলতি ২০০৩-২৪ অর্থবছরের ১০ মাসে এই অর্থ দেশ থেকে চলে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত অধিবেশনের লিখিত প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী সংসদকে এই তথ্য জানান। ফরিদপুর-৩ আসনের সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশগুলোর মধ্যে ভারতে ৫ কোটি ৬০ মিলিয়ন ডলার, চীনে এক কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, শ্রীলঙ্কায় এক কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার, জাপানে ৬৮ লাখ ৯০ হাজার ডলার, কোরিয়াতে ৬২ লাখ ১০ হাজার ডলার, থাইল্যান্ডে ৫৩ লাখ ডলার, যুক্তরাজ্যে ৩৫ লাখ ৯০ হাজার ডলার, পাকিস্তানে ৩২ লাখ ৪০ হাজার ডলার, যুক্তরাষ্ট্রে ৩১ লাখ ৭০ হাজার ডলার, মালয়েশিয়াতে ২৪ লাখ ডলার চলে গেছে। এ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা ২ কোটি ১৯ লাখ ২০ হাজার ডলার নিজ দেশে নিয়ে গেছেন।
এমপি আব্দুল লতিফের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূল্যস্ফীতির চলমান সঙ্কটের মূলে যে কারণগুলো রয়েছে তা হলো- বৈশ্বিক পণ্য বাজারে সরবরাহে অনিশ্চয়তা, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি। অর্থনৈতিক এ সঙ্কট কাটিয়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
পাঁচ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ১.৪৫ লাখ
গত পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএলের গ্রাহক সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৯৭২ জন কমেছে। ২০১৯ সালের পাঁচ লাখ ১৯ হাজার ৯২২ জন গ্রাহকের তুলনায় বর্তমানে ২০২৪ সালের ১২ জুনে বিটিসিএলের গ্রাহক হলো তিন লাখ ৭৩ হাজার ৯৫০ জন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আাসন-৩৫ এর এমপি ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, যুগের সাথে তাল মিলিয়ে বিটিসিএল এখন টেলিফোনের চেয়ে ইন্টারনেট প্রসারের দিকে মনোনিবেশ করেছে। বর্তমানে বিটিসিএলের টেলিফোন গ্রাহক তিন লাখ ৭৩ হাজার ৯৫০ জন। আর ইন্টারনেট ব্যান্ডউইথ ৬৬৭জিবিপিএস।
প্রতিমন্ত্রী সংসদকে জানান, ২০২০ সালে বিটিসিএলের গ্রাহত ছিল চার লাখ ৯৭ হাজার ৩৬৯ জন, ২০২১ সালে গ্রাহক চার লাখ ৭৫ হাজার ৯৩৬ জন, ২০২২ সালে ছিল চার লাখ ৫৬ হাজার ৯১২ জন, ২০২৩ সালে এই গ্রাহক সংখ্যা কমে চার লাখ ছয় হাজার ৯৫১ জন ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা