১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

মা-মেয়েসহ ১০ জেলায় নিহত ১২

-


সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে মা ও মেয়েসহ বরিশাল, সিরাজগঞ্জ, বগুড়া, ফরিদপুর, কুমিল্লা, নাটোর, গাইবান্ধা, নওগাঁ ও চট্টগ্রামে ১২ জন নিহত হয়েছেন।
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় মা ও মেয়ে নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও তার শিশুকন্যা হাওয়া (৯)। আহতরা হলেন- ইয়াসিন, মায়া বেগম, হাফিজা আক্তার ও হোসেন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ছাড়া পিকআপে থাকা একজনকে আটক করা হয়েছে।

উজিরপুর ও বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় গতকাল সোমবার সকালে বরিশালগামী ট্রাক চাপায় এক ভ্যানচালক ও এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে বাটাজোর বন্দরের মাছ ব্যবসায়ী বরুন চন্দ্র দাস (৫০) সোমবার ভোরে ভ্যানযোগে মাছ নিয়ে বাজারের আসার পথে বাটাজোর নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৯৫৯৮) রিকশা ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন চন্দ্র দাস (৫০) ও ভ্যানচালক বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্যাদার ছেলে আয়নাল প্যাদা (৬০) নিহত হন। ওসি গোলাম রসুল বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে পিংকি খাতুন (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার আইনজীবী আব্দুল ওয়াহিদের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন- একই এলাকার প্রাইভেটকারের চালক মোশারফ হোসেন, আব্দুল ওয়াহিদ ও নিহতের দুই শিশু কন্যা। গতকাল সোমবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাকটি থানায় নিয়ে আসে।

বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় রমজান আলী (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার মোকামতলা জয়পুরহাট রাস্তার অদূরে আদর্শ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে। তিনি ভোজ্যতেলের ব্যবসা করতেন। নিজের অটো ভ্যানে করে তেল বিক্রি করতে ডাকুমারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে জয়পুরহাট রাস্তার আদর্শ কেজির সামনে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান, ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক যানবাহনটি শনাক্ত করতে পারিনি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে কর্মস্থলে প্রবেশের সময় সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম (৫৫) নামে একজন কর্মজীবী নারীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলায় পিয়ন পদে কর্মরত ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিজ কর্মস্থল সদর উপজেলা পরিষদে প্রবেশের পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাইপাসের আইল্যান্ডের মুখে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশা চালক শেখ আছমত গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। রোকেয়া বেগম ১নং গোয়ালচামট মহল্লার শেখ নাসিরের স্ত্রী। তার পিতার নাম ইসমাইল শেখ ওরফে টুকু। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় মাইক্রোবাসের চাপায় মোস্তফা কামাল (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে গেছেন। রোববার রাত সাড়ে ১১টায় মহাসড়কের সুয়াগাজী ট্রাফিক চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে মেহেদীর রঙ মুছতে না মুছতেই মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান (২১) নামে এক গার্মেন্ট কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মুন্না গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে উপজেলার আইড়মাড়ি ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের নুর ইসলাম বকুলের ছেলে। আব্দুর রহমান মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ভ্যানের ধাক্কায় ছাকা মিয়া (৪০) নামের অপর এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জালাদুর মোড়ের পূর্বদিকের সড়কের ওপর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত ছাকা মিয়া উপজেলার জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে। সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় পরিবহন আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৭) নামের একজন নিহত ও মাসুদ সিদ্দিক নামে একজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামের আবদুস সামাদের ছেলে এবং আহত মাসুদ সিদ্দিক একই এলাকার মোকসেদ হোসেনের ছেলে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আব্দুল মান্নান (৭০)। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চন্দ্রঘোনা জামে মসজিদের খতিব চন্দ্রঘোনা সিকদারপাড়া চাষি বাড়ির বাসিন্দা। গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বুজ্জের দোকান হাসেমখাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

 


আরো সংবাদ



premium cement