১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ায় ১৭০০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় আটক অভিবাসীদের একাংশ : নয়া দিগন্ত -

অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববার (২৩ জুন) সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাংএর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয় তাদের। তবে তাদের সবাইকে এখনো গ্রেফতার দেখানো হয়নি।
আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের নাগরিক রয়েছেন। এর মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।
আটকদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, যেসব বিদেশীর বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে। আর অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারার পাশাপাশি অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে তাদের সংখ্যা আমরা এখন দিতে সক্ষম নই।

কামরুদ্দিন জানান, অভিযানের আগে তার দফতরে ইতিপূর্বে এ আবাসিক এলাকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, যা বিদেশি লোকে পরিপূর্ণ ছিল।
বিদেশীদের উপস্থিতি ছাড়াও আশপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলোও সামাজিক টিকটকের মাধ্যমে স্থানীয়রা প্রকাশ করেছিল ফলে এ অভিযানটি বৃহৎ পরিসরে চালানো হয়। এ ছাড়াও গোয়েন্দা তথ্যেও দেখা গেছে, এ আবাসিক এলাকাটি সর্বদাই প্রাণবন্ত থাকে।
জেনারেল অপারেশন টিম (পিজিএ), রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল (এমবিডিকে) এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্য এবং কর্মকর্তারা স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় এ অভিযান শুরু করে।
অভিযান চালানোর আগে অপারেশন টিম আশপাশের এলাকা ঘিরে ফেলে। এ সময় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বিদেশিরা পালানোর চেষ্টা করেছিল।


আরো সংবাদ



premium cement
পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত নটরডেমে ফিরছে যিশু খ্রিষ্টের ‘কাঁটার মুকুট’ দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন : দুলু

সকল