১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

৫ জেলায় নিহত ৭

-

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, বাগেরহাট ও বরগুনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একজন আত্মীয় রয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (২৫) নামে এক ইজিবাইক চালক এবং সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বালুবাহী ট্রাকচাপায় আলাউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক চালক মাহমুদুল হাসান। নিহত মাহমুদুল হাসান উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তরপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। অপর দিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম গেটে বালুবাহী ট্রাকচাপায় আলাউদ্দিন নামে এক বৃদ্ধ রোগী নিহত হন।
বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা জানান, বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়র কাহালু উপজেলার বিবির পুকুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার ভোরে নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি নাইট কোচে চাপা পড়ে রতœা বেগম (৩৫) ও শওকত ইসলাম ওরফে মিঠু (২০) দুইজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে রতœা তার এক আত্মীয়কে বিদায় দিতে এবং মিঠু দুধ বিক্রয়ের জন্য দুপচাঁচিয়া যাওয়ার জন্য বিবির পুকুর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতে অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁগামী শ্যামলী পরিবহনের কোচটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রতœার মৃত্যু হয় এবং মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। রতœা বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার উনচুরকি গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী ও কাহালু উপজেলার লোহাজাল গ্রামের ওয়াজেদ আলী মেয়ে এবং শওকত ইসলাম ওরফে মিঠু কাহালু উপজেলার লোহাজাল গ্রামের খোদা বক্সের ছেলে। কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, এ ব্যাপারে মামলার জন্য কেউ বাদি না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের মেজ ছেলে এম এ খান চৌধুরী ওরফে মজনু চৌধুরী (৭১) রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি এক সময়ের নাটোরের প্রতাবশালী হুরুম চৌধুরীর ছেলে ও সাজেদুর রহমান খান বুড়া চৌধুরীর মেজ ভাই। রোববার দুপুরে নাটোর শহরতলীর দিঘাপাতিয়া উত্তরাগণ ভবনসংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশা ও বিআরটিসি বাসের ত্রিমুখী সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর তিনি মারা যান। ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। নাটোর সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার বড় বোনের ভাসুর এম এ খান চৌধুরী ওরফে মজনু চৌধুরীর মৃত্যুতে তাদের বাড়ি গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও গভীর শোক প্রকাশ করেন।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে গতকাল দুপুরে বাসের ধাক্কায় সৈয়দমহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ জামির আলী (৫২) উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: মনিরুজ্জামান জানান, নিহত ব্যক্তি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
তালতলী (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার তালতলীতে অটোরিকশার চাপায় নূরু জোমাদ্দার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার মৃত সুলতান জোমাদ্দারের পুত্র নূরু জোমাদ্দার তার নিজবাড়ি থেকে হেটে তালতলী বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছু দূরে একটি অটোরিকশা পিছন থেকে তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশার ড্রাইভারকে কেউ শনাক্ত করতে পারেনি। তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, নূরু জোমাদ্দারকে চাপা দেয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার

সকল