গজারিয়ায় আ’লীগের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে সংঘর্ষ ভাঙচুর : আহত ২
- গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দু’জন। তারা হলেন, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ হোসেন (২৫) ও স্থানীয় এক আইপি টিভির সাংবাদিক সোলাইমান সিকদার (৩৭)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আনাপুরা খেলার মাঠে জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহামিনা ও প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মাজহারুল হক তপনের নাম এবং চেয়ার নির্ধারিত না থাকায় তার নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় আমন্ত্রিতদের সামনেই তারা নানা স্লোগান দিতে থাকে। এ সময় মোহাম্মদ হোসেন নামে মনসুর আহমেদ খান জিন্নাহর সমর্থক তাদের শান্ত হতে বললে তাকে বেধড়ক মারধর করে ডা: মাজহারুল হক তপনের সমর্থকরা। ঘটনাটি ফেসবুকে লাইভ করতে গিয়ে হামলাকারীদের টার্গেটে পরিণত হন ফাল্গুনী টিভি নামে এক আইপি টিভির সাংবাদিক সোলায়মান শিকদার। হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও অর্ধশত চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এখানে যাই ঘটুক আর যেভাবেই ঘটুক তার দায় উপজেলা আওয়ামী লীগের। এই ঘটনায় আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। ভবিষ্যতে যাতে নেতাকর্মীরা এসব বিষয়ে সতর্ক থাকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
আর গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান বলেন, শুনেছি মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘিওরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবাঞ্ছিত
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা ও কঠোর সমালোচনা করে জনসমাবেশে বক্তব্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু।
গতকাল দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের কমিটি আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা দলীয় কর্মকাণ্ডে থাকে না। অনেকের ছাত্রত্ব নেই। দলের জন্য ক্ষতিকর ও বিব্রতকর কর্মকাণ্ডে জড়িত থাকে। এ সময় নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও করতালি দেন।
এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পরে জাতীর জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দুপুরে দলীয় কার্যালয়ে কেকে কাটা ও আলোচনা সভা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান আলাই সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক রনজিত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাম চন্দ্র সাহা, মো: আতোয়ার রহমান, এ কে সারোয়ার কিরণ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খান, যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ টোকনকে অবাঞ্ছিত ঘোষণা করে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা