শোক সংবাদ
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
মাওলানা আবদুল লতিফ
কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ (৬৪) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ছোটস্বাঙ্গিশ্বর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসির আরাফাত ও নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির জামাল উদ্দিন। নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা।
আফরোজা বেগম
ঝিকরগাছা পৌরসদরের (৬নং ওয়ার্ড) মোবারকপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজের সহধর্মিণী আফরোজা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে শনিবার গভীর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্বামী, ৬ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকালে মোবারকপুর ফোরকানিয়া হাফিজিয়া ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে হসপিটাল কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা