১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন বিজিবি কর্মকর্তারা

-

কলকাতায় বিজিবি-বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১৯ সদস্য একটি প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছেন। শনিবার সকালে বেনাপোল নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে বিজিবির অফিসারদের বিএসএফ অফিসাররা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
২২-২৫ জুন রিজিয়ন কমান্ডার (দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম রিজিয়ন) এবং আইজি বিএসএফ (সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটী ফ্রন্টিয়ার) এর মধ্যে কলকাতা, ভারতে সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিদিন দলে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল, শামীম আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, যশোর, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, রংপুর,কর্নেল মো: ইমরান ইবনে রউফ, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, রাজশাহী, কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া। লে. কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবি পরিচালক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, পরিচালক (পরিকল্পনা) সদর দফতর, লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাহযাহার, পিবিজিএম, পরিচালক (অপারেশন) যশোর রিজিয়ন, লে. কর্নেল মো: ফারুক হোসেন খান, পিএসসি, পরিচালক (নোডাল অফিসার) রংপুর রিজিয়ন, লে. কর্নেল মো: তানজীর আহম্মদ, পরিচালক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। হাসিবুল হাসান, সিনিয়র সহকারী সচিব, জননিরাপত্তা বিভাগ, প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তুষিতা চাকমা, কাউন্সেলর (রাজনৈতিক) বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার, কলকাতা, প্রতিনিধি দলটি সম্মেলন শেষে ২৫ জুন সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।

 

 


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন

সকল