১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৮৩ বছর পর মাস্টার্স ডিগ্রি

-

সারাজীবন শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন ভার্জিনিয়া হিসলপ। এখন তার বয়স ১০৫ বছর। আর এ বয়সে অবশেষে তিনি তার শিক্ষাজীবন শেষ করেছেন। ভার্জিনিয়া হিসলপ রোববার যুক্তরাষ্ট্রের প্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি নিয়েছেন। ৮৩ বছর আগে তিনি এ ক্যাম্পাস ত্যাগ করেছিলেন।
খবরে বলা হয়েছে, এ নারীর জামাই (মেয়ের স্বামী) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন, মাস্টার্স শেষ করার জন্য প্রয়োজনীয় শেষ থিসিস আর তার জন্য প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মাস্টার্স ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাম্পাসে ডিগ্রি নেয়ার সময় মঞ্চে ভার্জিনিয়া হিসলপ বলেন, ‘আমি বছরের পর বছর ধরে এটার জন্য কাজ করছি। অবশেষে এটা পেয়ে আনন্দিত।’ ১৯৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশের ঠিক আগে এ নারীর বাগদত্তাকে সেনাবাহিনীতে ডাকা হয়েছিল। এ কারণে হিসলপ তার থিসিস ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্ট্যানফোর্ড থেকে ১৯৩৬ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সরাসরি স্নাতকোত্তর অধ্যয়নে চলে যান।
হিসলপের আইন স্কুলে পড়ার আকাক্সক্ষা ছিল, তবে তার বাবা এর জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করেছিলেন। তাই তিনি শিক্ষকতার ক্যারিয়ারের সংক্ষিপ্ত পথ বেছে নিয়েছিলেন। লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠা হিসলপ যুদ্ধের পরে ওয়াশিংটনের ইয়াকিমায় চলে যান। সেখানে তার স্বামী জর্জ পারিবারিক পশুপালনের ব্যবসায় যোগ দেন। তারা দুটো সন্তান লালনপালন করেন। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement