৩ জেলায় নিহত ৬ আহত ৩১
- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ জুন ২০২৪, ০৩:১৫
রংপুর, টাঙ্গাইল ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন।
রংপুর অফিস জানায়, রংপুরে ওভারটেক করতে গিয়ে দু’টি কোচের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের মাদারহাটে এ দুর্ঘটনা হয়। বড়দরগা হাইওয়ে পুলিশের এসআই মজিবুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেস্টওয়ান পরিবহনের একটি কোচকে ওভারটেক করার সময় হানিফ পরিবহনের কোচ পিছন থেকে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়ি দুর্ঘটনার কবলে পরে ঘটনাস্থলেই মারা যান দুইজন। তাদের মধ্যে মিন্টু মিয়া (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মিঠাপুকুর উপজেলার হৈবতখা এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত দুইজনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কোচ দু’টিকে উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আবুল হোসেন, আকবর আলী, তাসলিমাসহ অনেক যাত্রী জানিয়েছেন হানিফ পরিবহনের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মডার্ন মোড় থেকে ওঠার পর থেকেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। বার বার যাত্রীরা বারণ করলেও কোনো কথা শোনেননি চালক। সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা হয়।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও তিন চাকার মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম নামের এক ব্যক্তি। তার বাড়ি গাজীরপুর জেলার শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায়।
তিনি ওই এলাকার আজাহারের ভাতের হোটেলের কর্মচারী বলে জানা গেছে। অপরজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতেল নেয়ার পথে মারা গেছেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার ঝিকুটি গ্রামের শাহাজাদ মিয়া বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বরিশালের মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো: মোবারকের পুত্র সুমন।
মধুখালী থানার ওসি মিরাজ হোসেন জানান এ ঘটনায় পূর্বাশা পরিবহনের বাস ও চালককে আটক করা হয়েছে।
আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের পুত্র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা