১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভিয়েতনামের সাথে রাশিয়ার ১১ চুক্তি সই

-


ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির সাথে নিবিড় সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার করেন। তেল, গ্যাস, পারমাণবিক বিজ্ঞান এবং শিক্ষাসহ আরো কয়েকটি ক্ষেত্রে ১১টি চুক্তি ও সমঝোতাস্মারকও সই করেন দুই দেশের প্রেসিডেন্ট। রয়টার্স
ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসার জন্য অভিনন্দন জানানোসহ তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, পুতিন বিশ্বের ‘শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে’ অবদান রেখেছেন।

ওদিকে পুতিন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সাথে কৌশলগত অংশীদারিত্ব নিবিড় করাটা রাশিয়ার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়গুলোর অন্যতম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ‘নির্ভরযোগ্য নিরাপত্তা বলয়’ তৈরির প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
উত্তর কোরিয়া সফরের পর বৃহস্পতিবার পুতিন ভিয়েতনাম সফরে গিয়েছেন। গত মে মাসে পঞ্চম মেয়াদের জন্য রাশিয়ার ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি চীন ও উত্তর কোরিয়া সফর শেষে তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনাম সফর করছেন। ২০১৭ সালের পর থেকে প্রথমবারের মতো দেশটিতে সফরে গেলেও এ নিয়ে মোট পাঁচবার ভিয়েতনামে গেলেন পুতিন।
যুক্তরাষ্ট্র পুতিনের এই সফরের সমালোচনা করেছে। ভিয়েতনাম সফর পুতিনকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ক্ষুণœ করছে বলে অভিযোগ তাদের। এই সপ্তাহে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ন্যায্যতা প্রচারের জন্য কোনো দেশেরই পুতিনকে জায়গা করে দেয়া উচিত নয়।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল