০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কক্সবাজার শহরে পাহাড় ধসে স্বামী স্ত্রী-নিহত

-


কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার নজির হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)।
আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা ৫ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান স্বজনরা।
গতকাল শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন। নিহতদের স্বজনদের বরাতে হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোর রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটিচাপা পড়ে মারা যান। ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটিচাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম বলেন, ‘আমার ছেলে বাদশাঘোনা ওমর ফারুক (রা:) জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। রাতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল আমি পাশে আমার বাড়িতে চলে আসার জন্য অনুরোধ করি। কিন্তু সে সমস্যা হবে না বলে ঘুমানোর জন্য চলে যায়।’
স্থানীয় সংবাদকর্মী নুরুল হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই হৃদয়বিদারক। রাত ৪টার দিকে আমরা কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে ছুটে যাই। গিয়ে দেখা যায় মাটির নিচে স্বামী-স্ত্রীর লাশ। এলাকার লোকজন ডেকে আমরা লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিই।’
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement