১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রধানমন্ত্রী দিল্লি থেকে খালি হাতে ফিরলে মানুষ মেনে নেবে না : ফারুক

-

প্রধানমন্ত্রী এবার দিল্লি সফর থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেললাইন স্থাপনের প্রস্তাবের প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়।
ফারুক বলেন, পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা আর সীমান্তে মানুষ মারা ভারতকে বাংলাদেশের মানুষ বন্ধু হিসেবে চায় না। দেশের অগণতান্ত্রিক সরকারকে ভারত ক্রমাগত সহযোগিতা করে আসছে বলেও দাবি করেন তিনি।
ফারুক বলেন, দেশের মানুষ দিল্লির আগ্রাসন কখনোই মেনে নেবে না। জনগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য পাওনার দাবিতে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।


আরো সংবাদ



premium cement