৩ হাজার বছরের জাহাজ
- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ জুন ২০২৪, ০৩:১৩
তিন হাজার বছরের বেশি পুরনো একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে ইসরাইলের উত্তর উপকূলে। উদ্ধারকারীদের দাবি, জাহাজটিতে থাকা সব মালামাল এখনো অক্ষত আছে। পুরাকীর্তি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। ভূমধ্যসাগরের তলদেশের ৫ হাজার ৯০৫ ফুট গভীরতায় জাহাজটি পাওয়া গেছে। ইসরাইলের উত্তর উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরের ওই এলাকায় চালানো নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
সংশ্লিষ্টদের দাবি, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরনো। এতে শত শত অক্ষত মালামাল (অ্যাম্ফোরাই) পাওয়া গেছে। ইসরাইল অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বলছে, এই অঞ্চলে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন। জাহাজটিতে শতাধিক মালামালের মধ্যে দুই হাতলবিশিষ্ট জগ পাওয়া গেছে। এসব জগে ব্রোঞ্জ যুগে সমুদ্রে মদ বা জলপাই তেলের মতো পণ্য সংরক্ষণ করা হয়েছিল। জ্যাকব শারভিট এক বিবৃতিতে বলেছেন, এটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে একটি সুপরিচিত ঘটনা। এটি একটি বিশ্বমানের ইতিহাস-পরিবর্তনকারী আবিষ্কার। ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা