০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শরীয়তপুরে বিএনপি নেতা মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ উদ্ধার

-

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান ইমরানের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দক্ষিণ পাশের ভবনের তার ব্যক্তিগত চেম্বার থেকে লাশটি উদ্ধার করে পালং মডেল থানা পুলিশ।
নিহতের পরিবার পালং মডেল থানা ও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ২০০৭ সনে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। তিনি যুবক বয়সে প্রথমবার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। দীর্ঘ দিন চিকিৎসার পরে তিনি সুস্থ হন। পরবর্তী সময়ে আরো দুইবার মানসিক ভারসাম্যহীন হয়ে দেশ-বিদেশে চিকিৎসা নিয়েও তিনি পরিপূর্ণ সুস্থতা পাননি। বর্তমানে জুনিয়র আইনজীবীরা তার চেম্বার পরিচালনা করতেন। বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বারে বসেছিলেন তিনি। রাত ৮টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি পাশের লোকজনকে ডেকে নিয়ে দরজার উপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদস্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ জোহর শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর তার নিজ গ্রাম কাওয়্যাদি আম্বিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান ইমরান দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার সন্ধ্যার পরে তার চেম্বারেই তিনি আত্মহত্যা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আইনজীবীদের মাধ্যমে খবর পেয়ে তাদের উপস্থিতিতে মনিরুজ্জামান ইমরানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল