১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত : আহত ৩

-

রাজধানীতে প্রাইভেট কার নিয়ে বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিন বন্ধু। নিহতরা হলেন সয়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল গাজি (৩০)। আহতরা হলেন বিপ্লব, সাগর ও রাতুল। গত সোমবার ঈদের দিন রাত সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে বেপরোয়া গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার এসআই মো: জহিরুল ইসলাম জানান, রাতে একটি প্রাইভেট কারে পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে অতিরিক্ত গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িটি রাস্তার ওপর উল্টে পড়ে। গুরুতর অবস্থায় ভেতরে থাকা পাঁচজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা কনে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, মধ্য রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রাব্বির বাবার নাম সেলিম রেজা। তিনি একজন ব্যবসায়ী। থাকেন মিরপুর মাজার রোডে। নিহত রাসেলের বাবার নাম জাকির হোসেন। তিনি থাকেন মিরপুর এক নম্বরের কলোনিতে। তার একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement