বিএনপি নেতাসহ নিহত ১০
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লা, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও বগুড়ায় আরো নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল চালক ও যাত্রী।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর মাইজদীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় চট্টগ্রামমুখী লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় একটি মালবাহী কার্গোট্রাক ইউটার্ন করার সময় উল্টে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার উপর পড়লে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আব্দুল হালিমসহ (৪০) দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় ঘটেছে। নিহত আব্দুল হালিম পাশের ত্রিশাল উপজেলার বইলর গ্রামের আমির উদ্দিনের ছেলে। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম জানান, ট্রাকচাপায় নিহত সিএনজি চালকের নাম ঠিকানা পাওয়া গেলেও নিহত যাত্রীর পরিচায় জানা যায়নি।
গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বালুয়াকান্দি এলাকায় মোটরসাইকেলের পিছনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জামিউল ইসলাম জয় (২১) ও একই উপজেলার বড় সাপমারা গ্রামের ফিরোজ আলীর ছেলে ইমরান হোসেন (১৯)। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহত দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও ইটবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মিতুল কাজী। তিনি বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে। নিহত যুবক পেশাগত জীবনে পিকআপ চালক। তিনি ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ থেকে বোয়ালমারীতে ফিরছিলেন। বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আব্দুল আলীম (৪৫) ঘটনাস্থালে নিহত হয়েছেন। অপরদিকে ঈদের ছুটিতে ২ বছরের মেয়ের জন্য ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সাব্বির হোসেন (২৭) ট্রাকচাপায় নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টায় ঢাকা বগুড়া মহাসড়কের বনানী এ ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা