১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

-

‘একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই সেøাগান সামনে রেখে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই বছরও মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির।
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, ছাত্রশিবির একটি সচেতন দায়িত্বশীল ছাত্রসংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় যেকোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাপমাত্রার এ আশঙ্কাজনক বৃদ্ধির কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এ বছরও ছাত্রশিবির মাসব্যাপী বৃক্ষরোপণ আভিযান কর্মসূচি ঘোষণা করেছে।’
উল্লেখ্য যে, প্রতি বছরই ছাত্রশিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। বিগত কয়েক বছরেও নানা উল্লেখযোগ্য কর্মসূচি বাস্তবায়ন করেছে ছাত্রশিবির। ২০২৩ সালে রাজধানীকে গুরুত্ব দিয়ে ঢাকা ও এর পাশের এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণ করে ছাত্রশিবির।
এ ছাড়া সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন শিক্ষার্থীকে ‘পরিবেশ বন্ধু অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ২০২২ সালে ২৩৪টি বাগান প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালে দেশের প্রতি বর্গকিলোমিটারে একটি করে অন্তত এক লক্ষ ৪৭ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যে কর্মসূচি নিয়ে দুই লক্ষাধিক গাছ রোপণ করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement