১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু : পঞ্চগড়ে কলেজছাত্রীর লাশ উদ্ধার

-

চাঁদপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট একজন, শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে একজন ও চিরিরবন্দরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। অন্য দিকে পঞ্চগড়ে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার হয়েছে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকাসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো: ইব্রাহিম চোকদার (৪০)। রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
চিরিরবন্দরে গাছ থেকে পড়ে নৈশপ্রহরীর মৃত্যু
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের চিরিরবন্দরে গত শুক্রবার আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে আব্দুর রশিদ ওরফে আহাদ আলী (২৬) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তিনি নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের তেগআলী শাহপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে এবং রানীরবন্দর মহিলা কলেজের নৈশপ্রহরী।
জানা গেছে, আহাদ আলী রানীরবন্দর মহিলা কলেজ চত্বরের গাছে উঠে আম পাড়তে ছিল। এ সময় হঠাৎ তিনি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।
চাঁদপুরে পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই মো: ওমর ফারুক (৬) ও বোন ফাইজা (৮) মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইসলামপুর (কিত্তনখোলা) গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা ওই বাড়ির কামাল হোসেনের সন্তান। ওমর ফারুক কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী ও ফাইজা স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা সফিক জানান, শিশুদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকেলে নামাজের সময় বাড়িতে পুরুষ ছিল না। এ সময় সবার অগোচরে শিশুরা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
শৈলকুপায় বিদ্যুতের শকে এক ব্যক্তির মৃত্যু
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান ঝিনাইদহের শৈলকুপার কৃষ্ণনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন প্রাইভেট কারের ড্রাইভার। তিনি কৃষ্ণনগর গ্রামের শমসের আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছুটিতে বাড়ি এসে আইপি এস মেরামত করতে গিয়ে বিদ্যুতের শকে এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড়ে ডোবায় ছাত্রীর লাশ
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে শাহিদা বেগম (১৯) নামে কলেজপড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহিদা বামনপড়া গ্রামের হারুনের মেয়ে এবং হাজি সফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এরপর দিনভর আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখোঁজি করে না পাওয়ার তার বাবা হারুন পঞ্চগড় সদর থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। একদিন পর গতকাল শনিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে তাদের নিজস্ব ডোবায় স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আরো সংবাদ



premium cement