চট্টগ্রাম থেকে ঘরমুখো মানুষের ভোগান্তি : বাস ও ট্রেন স্টেশনে উপচেপড়া ভিড়
- ওমর ফারুক, চট্টগ্রাম ব্যুরো
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়ছেন অস্থায়ী নগরবাসী। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন, বাড়ির পথ ধরেছেন। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার সকাল থেকে নগরের সব বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়। যাত্রীদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। অনেকে আগেই টিকিট নিয়ে গাড়িতে ওঠার অপেক্ষায়।
ট্রেনে করে বাড়ি ফিরতে সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় করেন শত শত ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে চট্টগ্রাম স্টেশন থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যায় সব ট্রেন। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। তবে বেশকিছু যাত্রী অনলাইনে টিকিট কাটতে বিড়ম্বনার শিকার হয়েছেন। তাদের দাবি, অনলাইনে শতভাগ টিকিট দেয়ার কথা বললেও আদতে পাওয়া যায় না।
সাহেদ আলী নামে এক ব্যবসায়ী বলেন, ময়মনসিংহ যাচ্ছি। অনলাইনে টিকিট কেটেছি। তবে টিকিট কাটতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তবে শেষ সময়ে টিকিটটা পেয়েছি এতে শান্তি। এখন ভালো ভালোয় পৌঁছে গেলে হয়।
ঈদুল আজহা উপলক্ষে এবার চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজার রুটে ৩টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেটসহ বিভিন্ন রুটে ১১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাচ্ছে প্রতিদিন।
নতুন ব্রিজে কক্সবাজারের গাড়ির জন্য অপেক্ষা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান। তিনি বলেন, ক্যাম্পাস বন্ধ, টিউশনও বন্ধ, তাই এবার আগে বাড়ি চলে যাচ্ছি। তবে এখানে এসে যা বুঝলাম বাড়ি যাওয়া মনে হয় হবে না। গাড়ি ভাড়া অনেক বেশি। যে ভাড়ায় যেতাম অনেক বেশি ভাড়া চাচ্ছে বাসচালকরা। হয়তো বেশি ভাড়া দিয়ে ই যেতে হবে।
সকল বাসযাত্রীর অভিযোগ, ঈদকে সামনে রেখে বাসের টিকিটের দাম বাড়ানো হয়েছে। এতে ভোগান্তি বেড়ে যায়, অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার কর্তৃপক্ষের সাফাই, বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। নির্ধারিত সময়ে বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা