১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আশুগঞ্জে মাদককারবারির হাতে যুবক খুন : অন্যান্য স্থানে ৩ লাশ উদ্ধার

-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে এক মাদককারবারি। খাগড়াছড়ির রামগঞ্জে পাহাড়ি এলাকা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ীর একটি পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলের মুলিয়ায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডেকে নিয়ে হৃদয়(২৫) নামে এক যুবককে খুন করেছে রুবেল (৪০) নামে এক মাদককারবারি বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে। রুবেল একই গ্রামের আব্দুর রহীমের ছেলে।
ঘটনার ৩ ঘন্টার মধ্যে পুলিশ বাড়ির পাশে লুকিয়ে থাকা অবস্থায় মাদককারবারি রুবেলকে গ্রেফতার করেছে। রুবেলের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণসহ একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে হৃদয়কে তার নিজবাড়ি থেকে ডেকে রুবেল তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়ির উঠানে দু’জনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে উঠানে ফেলে রুবেল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে ভৈরব এলাকায় মারা যায়।
খবর পেয়ে প্রথমে আশুগঞ্জ থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক রুবেল বাড়ির পাশেই আত্মগোপন করে আছে জেনে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ ৩ ঘণ্টার মধ্যেই পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় রুবেলকে গ্রেফতার করে।
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, খাগড়াছড়ির রামগড় দুর্বৃত্তের আঘাতে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে সকালে লাশটি উদ্ধার করে রামগড় থানা পুলিশ। গতকাল বুধবার বিকালের পর থেকে তিনি নিঁখোজ হন।
নিহত মো: আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মরহুম আমির হোসেন এর ছেলে।নিহত আবু মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কাজ করছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরে এক আনসার কর্মীর সাথে দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাকে না পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে বাগান তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার পুকুর থেকে মো: আব্দুল মান্নান (১৩) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তার আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
নিহত মান্নান উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মির্জানগর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে পূর্ব নাটেশ্বর গ্রামের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে বেলা ১২টার দিকে মাদরাসার পুুকুরে গোসল করতে যায় মান্নান। এরপর থেকে সে গত দুই দিন নিখোঁজ ছিল।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি ঘেরের পাশ থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। শিবাজিত বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
যদিও তার পরিবারের দাবি, শিবাজিতের বাবার সাথে ব্যবসায়ী খান মোহাম্মদ কবিরের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিতকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকাণ্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।
লৌহজংয়ে কলহের জেরে মারামারি : পুকুরে ডুবে শাশুড়ির মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে পারিবারিক কলহের জেরে মারামারির সময় ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে যান এক গৃহবধূ ও তার শাশুড়ি। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পুকুর থেকে হোসনেয়ারা বেগম (৪৫) নামে শাশুড়ির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
গত বুধবার গভীর রাতে উপজেলার বোলতলী ইউনিয়নের সুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হোসনেয়ারা স্থানীয় মো: বাবুল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পুত্রবধূ লিমা আক্তারের (২৪) সঙ্গে শাশুড়ি হোসনেয়ারার কলহ চলছিল। গত বুধবার রাতে খাবার শেষে লিমা আক্তার (২৪) স্বামী প্রবাসী আরিফ শেখের বসতঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে কলহের জেরে বউ-শাশুড়ি ঝগড়ায় লিপ্ত হলে একপর্যায়ে দু’জনই বসতঘর ভেঙে ঘরের নিচে পুকুরে পড়ে যান।
এ সময় লিমা কোনোমতে উপরে উঠতে পারলেও ডুবে যান হোসনেয়ারা। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে লৌহজং ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস রাত ৩টার দিকে মৃত অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে। লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে ঝগড়ার সময় তারা পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে।


আরো সংবাদ



premium cement