১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গুনিয়ায় মহিষের আক্রমণে ১ জন নিহত, আহত ৩

-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাগলা মহিষের আক্রমণে একজন নিহত হয়েছে। নিহতের নাম মো: মহসিন (২৮)। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিম বগাবিলের টাক্কুরঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের একনম্বর ওয়ার্ডের পশ্চিম বগা বিল টাক্কুরঘোনা এলাকায় সকালে একটি পাগলা মহিষ অতর্কিত হামলা চালিয়ে গ্রামের চারজনকে আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণে আহত মহসিন ঘটনাস্থলে মারা যায়। হেলাল নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো: আবু তৈয়ব বলেন, দক্ষিণ রাজানগরের ধামারহাট এলাকা থেকে জনৈক এক ইউপি চেয়ারম্যান কোরবানির জন্য কেনা একটি মহিষ চার গ্রামবাসীকে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। একজন ঘটনাস্থলে মারা যায়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে তিনি জানান। এদিকে বিকালে পাগলা মহিষকে এলাকাবাসী কৌশলে আটক করে মেরে ফেলেছে।


আরো সংবাদ



premium cement