রাঙ্গামাটিতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মামলার রায়ে ধর্ষণ ও হত্যার দায়ে অংবাচিং মারমা ওরফে আবাসুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা ও অপর এক রায়ে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার এ রায় দেন রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এইএম ইসমাইল হোসেন।
আসামি অং বাচিং মারমা ওরফে আবাসু রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী চন্দ্রঘোনা বড়খোলা পাড়ার উচাখ্যাই মারমার ছেলে।
জানা যায় ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলার রাইখালী চন্দ্রঘোনা বড়খোলা পাড়ায় গৃহ শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী প্রথমে ধর্ষণের ও পরে হত্যার শিকার হয়। পরে শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম অভি বলেন, রাঙ্গামাটি দায়রা ও জজ আদালত যে রায় দিয়েছে এই রায়ে আমরা সস্তুষ্ট। মামলার বাদি ও শিশুর পিতা মৃত্যুদণ্ডের রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি মনে করি এ রায়ের মাধ্যমে সমাজে নারী ও শিশু নির্যাতন প্রবণতা কমে আসবে। সাথে সাথে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস পাবে না।
আসামি পক্ষের আইনজীবী মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে চমৎকার একটি রায় দিয়েছেন। তবে আসামির পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা