১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন স্থানে ৪ জন খুন ৩ শিশুর লাশ উদ্ধার

-


নারায়ণগঞ্জে এক ব্যাক্তি হত্যা করে ধলেশ্বরী নদীতে ১৬টি ইট বেধে ডুবিয়ে রাখা হয়েছে। চাঁদপুরে দু’গ্রুপে সংঘর্ষে এক যুবক নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। ফেনীর সোনাগাজীতে এক স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী পুলিশের কাছে অত্মসমর্পণ করেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীর পাড় থেকে কার্টুন ভর্তি এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জে মারামারির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। চট্টগ্রামে খালে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে বস্তাভর্তি ১৬টি ইট বাঁধা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
গতকাল বুধবার বিকেলে কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দেয়ার সময় পাড়ে দুইটি ইটভর্তি বস্তা শরীরে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে নৌ- পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সহিদুল আলম জানান, দুর্বৃত্তরা হত্যার পর নিহতের শরীরে ১৬টি ইট দুইটি চাউলের বস্তায় বেঁধে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের মুখ পচে যাওয়ায় তার পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর সোনাগাজীতে আর্থিক অভাব অনটনের কারণে পারিবারিক কলহের জের ধরে ভাড়া বাসায় নিজ স্ত্রী সীন মিয়া ইসলাম খুশবোকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করার পর থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে আলি আক্কাস রনি (২৭) নামে এক দিনমজুর পাষণ্ড স্বামী। গতকাল বুধবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর গনেশের শেখ পাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ স্বামীকে তার কথা মতো সাথে নিয়ে স্ত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত সীন মিয়া ইসলাম খুশবো ঢাকার মুগদা থানাধীন শাহিন মিয়ার মেয়ে। তার স্বামী আলী আক্কাস রনি (২৬) ভোলা জেলার দৌলতখান থানার মধ্যম জয়নগর এলাকার মো: রতন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা। গত ১ বছর ধরে তারা সোনাগাজীতে বসবাস করছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, সকালে রনি থানায় হাজির হয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে তার স্ত্রীকে হত্যার কথা জানায়। ওই কনস্টেবল সাখে সাথে বিষয়টি অবহিত করলে আমি নিজেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আর্থিক অভাব-অনটনের কারণে পারিবারিক কলহে, তর্কাতর্কির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। পরে তাকে সাথে নিয়ে ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি, দা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে ফোন করে হত্যাকাণ্ডের বিষয় অবহিত করা হয়েছে। তারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, রাতে মায়ের কোলে ঘুমিয়ে থাকা চুরি হওয়া শিশুর লাশ পার্শ্ববর্তী বিল থেকে উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে উপজেলার আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাফিল নামে আড়াই মাসের ওই শিশু নানির পাশে মায়ের কোলে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরি হয়। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকেলে স্থানীয়রা পাশের বিলে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
শিশুটির বাবা জিয়াউর রহমানের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরে। সোমবারই সে মায়ের সাথে আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর তার মা একমাত্র ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গরমের কারণে ঘরের দরজা খোলাই ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। পরে থানায় জানানো হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর শহরের পুরানবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরো প্রায় ২০ জন আহত হয়েছেন। গত ১১ জুন মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে। আলামিন খানের দুই সন্তান রয়েছে।
প্রত্যদর্শীরা জানায়, কিছুদিন পূর্বে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে একটি কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। মূলত এই ঘটনাটা কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মারকাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ ঘটে। সন্ধ্যা সাতটা থেকেই সংঘর্ষ রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। এতে দুই পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জে মসজিদ ও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত সালাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখোর্দ্দর গ্রামে মারামারির ঘটনা ঘটে। এতে আরো তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, ওই গ্রামে একটি মসজিদ কমিটি নিয়ে গত দুই বছর ধরে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরে উপজেলা পরিষদ নির্বাচনে গ্রামের বোরহান উদ্দিন ও সাকিরুল ইসলামের নেতৃত্বে দু’টি পক্ষ দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে কাজ করে। এই নিয়ে দ্বন্দ্ব আরো বেড়ে যায়। এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি সাকিরুল ইসলাম তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বোরহান উদ্দিনের পক্ষের লোকজনকে বেদম পেটায়। এতে ওই গ্রামের আলম মিয়া (৫৫), শেখ সাদি (৪৫), আবু সালেক (৬৫) ও সালাউদ্দিন (৪৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আহত সালাউদ্দিন গতকাল বুধবার মারা যান।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীসংলগ্ন চাক্তাই খালে ডুবে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। তবে শিশুটির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল বুধবার ভোরে রাজাখালী এলাকায় চাক্তাই খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ভোর সাড়ে ৬টার দিকে এক শিশুর লাশ ভেসে আসার পর রাজাখালী ফায়ার স্টেশনের কর্মকর্তারা উদ্ধার করে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। এখনো পর্যন্ত শিশুটির কোনো অভিভাবককে আমরা পাইনি। স্থানীয় লোকজনও কেউ চিনতে পারছেন না। এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি।’
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, সরাইলে তিতাস নদীর পাড়ে কার্টুন ভর্তি অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ৭টার সময় ওই এলাকায় নদীর পাড়ে একটি কার্টুন দেখতে পায় লোকজন। এ সময় কার্টুনটি খুলে একটি মৃত শিশু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাগনভূঞার কবর থেকে লাশ উত্তোলন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের বহুতল ভবন ভূঞা ম্যানশন দখলের চেষ্টাকালে নির্যাতনের শিকার গৃহকর্তা আবদুল গফুর ভূঞার মৃত্যুর ঘটনায় হত্যা আদালতের নির্দেশে গতকাল বুধবার কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনকে প্রধান আসামি করে আরো ছয়জনের নাম উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল