৫ জেলায় ৫ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ জুন ২০২৪, ০১:৪৬
সড়ক দুর্ঘটায় পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গায় একজন করে পাঁচজন নিহত হয়েছেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পটুয়াখালী শহরের কলাতলা মোড়সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন কলেজছাত্রী মোহনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত মোহনা পটুয়াখালী শহরের সিমুলবাগ এলাকার রাসেল মুন্সির মেয়ে। মোহনা এ বছর আবদুল করিম মৃধা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। মোহনার বান্ধবী চাঁদনী আক্তার বলেন, আমরা প্রাইভেট পড়া শেষে মুসলিমপাড়া থেকে চৌরাস্তা দিকে যাচ্ছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। কলাতলার কাছাকাছি গিয়ে মোহনার ওড়না ইজিবাইকের মোটরের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। আমরা গলা থেকে দ্রুত ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়ে। এরপর সবাই মিলে ওকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পটুয়াখালী সদর থানার ওসি জসিম বলেন, মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া যায়। সুরাতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের নাজিরপুরে ইজিবাইক চাপায় তাকরিম শেখ নামের এক শিশু নিহত হয়েছ। গত মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার চালিতাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তাকরিম শেখ পাশর হোগলাবুনিয়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। নিহত শিশুর নানা রেজাউল করিম জানান, তাকরিম তার মা-বাবার সাথে তার মামার বিয়েতে বেড়াতে এসেছিল। বাড়িতে রাখা ইজিবাইক রাস্তায় ওঠার সময় পেছন দিকে এলে দাঁড়িয়ে থাকা তাকরিম চাপা পড়ে। দ্রুত তাকে নাজিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নাজিরপুর থানার ওসি তদন্ত জিয়া উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। কারো অভিযোগ না থাকায় মা-বাবার কাছে ওই শিশুটির লাশ হস্তান্তর করা হয়।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক (৪০) নামে একজন ব্যক্তি ঘটনাস্থলে নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মহাসড়কের পটিয়া ইউনিয়ন কৃষি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হতাহতরা পিকআপের চালক ও হেলপার ছিলেন। গুরুতর আহত সুজ্জাদ ও এনামুলকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম কলেজ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু’জনেই অজ্ঞান থাকায় তাদের নাম ঠিকানা কিছুই জানা যায়নি।
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইট ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ইঞ্জিনের নিচে চাপা পড়ে গাড়িচালক ফারুক হোসেন (২৬) নিহত মার গেছেন। গতকাল দুপুরে রানীশংকৈল উপজেলার কাশিপুর লাকসামপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই ট্রাক্টরচালক উপজেলার কাদিহাট এলাকার আবুল হোসেনের ছেলে। রানীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিবুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুয়াতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবুল উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। নিহত রাজিবুল ইসলামের বন্ধু ইসতিয়াক মিজান বলেন, সকালে গরু কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে রাজিবুল ইসলাম পাশর হাঁটুভাঙ্গা যাচ্ছিলেন। এ সময় কুয়াতলা এলাকায় পৌঁছলে যাত্রীবাহী বাস এসবি পরিবহনের (ঢাকা মেট্রো-১৪-৮৯৯৮) সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ওসি শেখ আবদুল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা